বিশ্বাস অনল হয়

আহমেদ সাবের
২৪ মার্চ,২০১২

আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের একচল্লিশতম বর্ষপূর্তি এবার। যে সব সূর্য-সৈনিকেরা তাদের প্রাণ দিয়ে আমাদের দেশকে শত্রু-মুক্ত করেছিলেন, আমাদের দিয়ে গেছেন একটি গর্বের দেশ, তাদের স্মৃতির প্রতি এই বিনয়াবনত উৎসর্গ।

 


 

বিশ্বাস অনল হয়

 

আহমেদ সাবের

 

বিশ্বাস অনল হয় দাউ দাউ বুকের ভিতর;

নিমেষে চৌচির করে শুনশান রাত্রির নিথর

যেমন সশব্দে ভাঙ্গে নাচ ঘরে গেলাসের কাঁচ।

প্রাণের দাবীরা সব হয়ে যায় জীবন্ত উচ্ছ্বাস।

 

শত্রুরা দানব হয়ে প্রাণপণে নিতে চায় শোধ,

সবলে গুঁড়াতে চায় সভ্যতার সব মূল্যবোধ।

আকাশ ক্লেদাক্ত করে শকুনেরা মেলে দিয়ে পাখা,

হরণ করিতে চাহে হৃদয়ের মাঝ খানে রাখা,

জ্বলন্ত সূর্যের মতো জীবনের অমৃত আধার

স্বাধিকার যাকে বলে,স্বাধীনতা নাম খানি তার।

 

রুগ্ন,নিরন্ন জন হাত ধরে একটা অন্যের,

দুর্বল পাঁজরে ধরে,পরাক্রমী আঘাত বন্যের।

বিশাল প্রবাহ হয়, বিন্দু বিন্দু জলের ফোটায়

তেমনি বুকের মাঝে প্রতিরোধ আগুন ছোটায়।

আগুনেরা স্রোত হয়, রূপ নেয় বিশাল বন্যায়,

ভাঙ্গে সব প্রতিরোধ,সব বাধা,সকল অন্যায়।

 

শহীদেরা প্রাণ দিয়ে বেঁচে থাকে হাজার বছর;

হারিয়ে একটা ঘর,পায় বহু হৃদয়ের ঘর।







সিডনী, মার্চ ৪, ২০০৬

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোন্দকার শাহিদুল হক আপনি খুব সুন্দর করে কবিতা লেখেন। আপনার চেতনা অনেক গভীর থেকে। খুব ভাল লাগে। মন ছুয়ে যায়। আপনার জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল্
খোন্দকার শাহিদুল হক বেশ ভাল লাগল। শুভেচ্ছা সতত।
আহমেদ সাবের ধন্যবাদ খোন্দকার শাহিদুল হক ভাই, কবিতাটা পড়ার জন্যে।
বশির আহমেদ শহীদেরা প্রান দিয়ে বেঁচে থাকে হাজার বছর: শুধু হাজার বছর নয় যতদিন রবে এই বাংলাদেশ ততদিন তরা রবে বেঁচে সবার অন্তরে অন্তর । অসারণ ব্যঞ্জনা ধর্মী কবিতা । মাফ করবেন কবিতা তেমন একটা বুঝি নাতো তাই মন্তব্য করতে গিয়ে ভুল বকতে পারি । ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা ।
আহমেদ সাবের বশির ভাই, "হাজার বছর" বলতে অনন্তকাল বুঝালো হয়েছে। আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
Lutful Bari Panna হারিয়ে একটা ঘর,পায় বহু হৃদয়ের ঘর।- ওয়াও দারুণ সাবের ভাই...
আহমেদ সাবের ধন্যবাদ পান্না। যারা প্রাণ দিয়ে আমাদের একটা দেশ দিয়েছেন, তাদের জন্য হৃদয়ে একটা আসনও যদি আমরা না দিতে পারি, তবে আমরা একটা স্বাধীন দেশ পাওয়ার যোগ্য নই। তোমার কল্যাণ কামনা করি।
সাইফুল করীম খুব সুন্দর অনবদ্য কবিতা আপনার। পড়ে খুব ভাল লেগেছে।
আহমেদ সাবের ধন্যবাদ সাইফুল করীম, আপনার মন্তব্যের জন্য।
আহমাদ মুকুল “.....হারিয়ে একটা ঘর, পায় বহু হৃদয়ের ঘর” অদ্ভূত সুন্দর কথা। হৃদয় ছোঁয়া চরণমালার জন্য অনেক ভালবাসা কবিকে।
আহমেদ সাবের ধন্যবাদ আহমাদ মুকুল ভাইজান। আপনার ভালবাসায় ধন্য হলাম। শুভকামনা থাকল।
আবু ওয়াফা মোঃ মুফতি চমত্কার!
আহমেদ সাবের ধন্যবাদ মুফতি ভাই। আপনাকে পদার্পণে ধন্য হলাম।
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# বরাবরের মতই সুন্দর কবিতা।
আহমেদ সাবের ধন্যবাদ সালেহ ভাই। আপনাকে কবিতায় পেয়ে ভাল লাগল।
ধ্রুব সরকার ' বরাবরের মতই অসাধারণ কবিতা' এটা আমাকে বলা আপনার কথা আর আপনাকে আমি শ্রদ্ধা করি 'কবি' হিসাবে, 'কবিতার' মানুস হিসাবে বাক্তি আপনাকেও জানব হয়ত আরো বড় রূপে।ভালো থাকবেন ,আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন ।
আহমেদ সাবের মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। একজন কবি হিসেবে আপনার প্রতিও আমার শ্রদ্ধা। শুভ কামনায়।

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i