কবিতা
একদার প্রেয়সী বলছি... তোম...
কোন এক সোনালি বিকেলে বলেছিলে-
আমার রেশমী একঢাল চুল তোমার খুব প্রিয়,
তাই নির্মম কেমোতে ঝরে যাওয়ায়
ওসব হারানো গৌরবের সাথে হারিয়েছি তোমাকেও।
নার্সের সযত্ন পরির্চযায় এ দেহ কর্কট আক্রান্ত পরবাসী,
আমি কিন্তু তোমায় আজও অনেক ভালোবাসি ।
মন্তব্য করুন