চাঁদ দেখতে কার না ভাল লাগে?তাই এই জাগতিক সংসারে হাজারও ব্যাস্ততার মাঝে একটু সময় করে মাঝে-মাঝে চাঁদ দেখতে চলে আসি আমাদের বাড়ির ছাদে।মাস গেলেই অপেক্ষায় থাকি কবে ভরা পূর্ণিমা আসবে আর আমি সীমান্তকে সাথে করে চাঁদ দেখব।কিন্তু সীমান্তটা খুব আলসে আমার কথা শুনতেই ...
খুব যত্নে পুষে রাখা ভালবাসারাও আজ বিবর্ণ। আজ এই শহরে ঝলমলে আলোর মেলা তবু কোথাও কমতি ছিল একটা উজ্জল নক্ষত্রের।আমি হারিয়ে ফেলেছি যা কিছু তা খুঁজতে-খুঁজতেই আমার অপারাহ্নটাও হারিয়ে যায় কোন সে গধূলী লগ্নে। হঠাৎ দমকা হাওয়াই সব ভেঙে চুরে গেলে আমি স্তম্ভিত হয়ে দা...
কাজী জাহাঙ্গীর
বেশ লিখেছেন ভাই, কিন্তু এভাবে চুপ করে বশে থাকলে কি হয়, অন্যান্য পাতায়ও যেতে হবে, সবার সাথে মতবিনিময়ে অংশ নিতপ হবে, তাহলেই না জানতে পারবো আপনি ভালো লিখছেন তাইনা, আপনার জন্য অনেক শুভকামনা ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
মন্তব্য করুন