বন্ধু
৫৫ জন
দিশারী তুমি যে বিপুল জোছনা রাতে আমি মাতাল পেতে চাই তোমার উত্তল ভূভাগ ।উষ্ণ তৃষ্ণায় চলো ভাসি উজানের স্রোতেলজ্জার আবরণ সমস্ত হাওয়ায় উড়ে যাক ।
আমার আঙিনায়, জলেরা ভেসে যায়-বাতাস গেয়ে ওঠে - হাপিত্যেশ।অষ্টপ্রহরই, ভাসছে সে তরীজানিনা হবে সেকি নিরুদ্দেশ?
প্রেম হয়েছিল কি তোমার সাথে? যেদিন নিবিড়ভাবে ছুঁতে চেয়েছিলে তুমি আমার হাতআমি বাড়িয়ে দিয়েছিলাম এক আকাশ নির্ভরতার লোভে!
আমি অর্ধেক স্বপ্ন, অর্ধেক বাস্তবতা.. অর্ধেক কোলাহল, অর্ধেক নীরবতা! আমি অর্ধেক প্রকৃতি, অর্ধেক রূপকথা..অর্ধেক মানবী, অর্ধেক কবিতা...!
ক্লান্ত সুদীর্ঘ সময়, ভাবলেশহীন স্তব্ধ চোখে চেয়ে থাকা;মুহূর্তের বিবর্ণতায় আচ্ছন্ন হয়ে ওঠা মনের আনাচে কানাচেকালবোশেখীর হাজার মাতম;চাতক পাখীর মত বৃষ্টিপ্রত্যাশী হৃদয়
তুমি পথ হারানো রাতের ধ্রুবতারাতুমি পথ দেখালে যখন দিশেহারামেঘলা আকাশ হঠাৎ আলোর দিনতুমি দারুণ প্রিয়া যখন সঙ্গিহীন।
কাননে-কান্তারে-বৃক্ষে নব কিশলয়,বুনো ফুলেরা ছড়াছে, ঘ্রাণ মধুময়! নির্ঝর বাসন্তী’র প্রকৃতি, হঠাৎ অভিন্ন অনুভূতি! মনের আকুলতা আজ বড়ই উন্মাদ! পেতে চায় শুধু; এ কোন প্রণয়ের স্বাদ?
মন্তব্য করুন