আমরা দু'জন আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি সকাল থেকে সন্ধ্যা। আমাকে বিছানায় রেখে সাত সকালে তুমি বেরিয়ে যাও; তোমার ঘর-বিছানা শূন্য পড়ে থাকে। খা খা করে হাহাকার করে লেখার টেবিল, অবিন্যস্ত সাজানো বইয়ের স্তূপ, অগোছালো বিছানো, অচল হয়ে থাকে বিমূঢ় নিম্নমুখী ...
ওঠে অনুরণন। পরদিন আবার প্রতীক্ষা।
তুমি তুমি? আমি তুমি? তুমি আমি? নাকি আমি আমি? অনেক মজার কবিতা !