পাখি উড়ছে অজানার দেশেইচ্ছেগুলো সঙ্গ করে রাতদুপুরে
এক পতিত হাওয়ায় গর্ভবতী মেঘ উদারপন্থী ছোবলে তুলে বাপ্পার ফলন
পথটা ছিল পথের মাঝেই শক্ত ভিতেগোলাপ কলি দাঁড়িয়ে ছিল ফুলদানীতে
বৃত্তের চারধারে জমে উঠেছে অবৈধ স্তূপ এবার চারপাশ ঘিরে জমে উঠবে উৎসব
বিশ্বাসের চুড়ায় দাড়িয়ে একদিনতোমাতে সঁপেছিলাম নিজেকে
ব্যথাভরা স্বপ্ন আমার চোখে কষ্টের পানিআমার সুখ কেড়ে নিলে তুমি শুধুই জানি।
মন্তব্য করুন