বন্ধু
২০ জন
বন্দুকের নলায় গাঁথা চকচকে বেয়োনেট যেন।একটা বিষাক্ত স্মৃতি তখন হানা দেয় অন্তরের ক্যানভাসে,নীল-বেগুনী মঞ্জরী উঠা কচুরীপানার উর্বর ভুমিকেহামাগুড়ি দিয়ে তছনছ করে, কর্দমাক্ত করে ক্লেদাক্ত শরীর
তোমার যদি আটকে আসে দমতোমায় যদি ভীষণ টানে হাওয়া,বুকের ওমেও প্রেম যদি হয় কমহাতছানি দেয় অন্যরকম চাওয়া;
পড়রে 'খোকা' ছেলেবেলায় এই কথাটি বলতেন আমার 'মা'পড়ায় মন দে;
ঝড়টা বড় জোড়ে এসেছিল নুইয়ে পড়েছি বেড়াজালে। হয়ত একটু অশক্ত দেখাচ্ছে তাই বলে অবহেলা করো না।
সারাটি জীবন বেদনার জল,নয়ন ভাসাল বানে।কেউ তো দেখেনি কাছা কাছি এসে,কি যে ব্যাথা জমা মনে।কত চাওয়ারা মরে গেছে কবে,
কর্মব্যস্ততাঅল্পএকটু মৌনতাদিনশেষে যখন আঁধার নামেকর্মঘন্টার ঘড়িটা যখন থামেখুজে পাই শুধু নিঃসঙ্গতা।
এসেছিলাম এক পড়ন্ত বিকালেতোমার বাড়ির ছোট্ট উঠানে,ভালোবাসার বিনিময় সেতো নয়শুধু এক পলক মুখ দর্শন ।
মন্তব্য করুন