বন্ধু
৬ জন
কোন একদিন সব কিছু মুছে যাবে,অস্তিত্ব থাকবেনা আমার,ঘুম ভাঙানোর জন্য,ভোর প্রভাতে দাঁড়িয়ে থাকবো না,তোমার উঠানে।।
শুধু জানতে চাই,দেশ কি আমার না তোমার,না দুজনার,যদি হয় দুজনার,তাহলে তুমি আমার ভাই নহে বন্ধু,তারপরেও কেন মারো আমায়।।
চোখে জল নিয়ে চলে এলাম বাড়িতে,জামাটা খুলে রাখলাম আলমারিতে।।উদাসীনি মন নিয়ে,আকাশের দিতে তাকিয়ে,ভাবলাম আর কি দেখা হবে না,গালে টোল পড়া আমার নীলাম্বরীর সাথে।।
আমার লাশটা যেনো সোনালীর কবরের পাশে ওই বকুল তলায় দাফন করা হয়"" মরে গিয়ে অন্তত ওর পাশে থাকতে পারবো""...!!
আজকে তোকে ফোন দিলাম,রিসিফ করার আগেই কেটে দিলাম,ভয় হয়েছিলো যদি তুমি বুঝে যাও আমি,তাহলে ভাব্বে এখনো আমি তোমার প্রতি দুর্বল।
এই কথা ভাবতে গেলে দুচোখে"পানি জমাট বেঁধে যায়"চোখে অন্ধকার খেলা করে"একটুও আলো নেই"..!!
আজ বিশ্ব ভালোবাসা দিবস।যদিও এটা একটি বিদেশীয়ান সংস্কৃতি; তবে আমাদের দেশেও অধিগাংশ জীবনে জনপ্রিয়তা পেয়েছে। হেলেনা ও আজকের দিনটি বিশেষ দিন মনে করলো।
আকাশটা নিরিবিলিশুকতারারা আচড় বেয়ে যাচ্ছে,নীলপরীরা-সাদাপরীরা একঝাক মিলেকেমন জানি মজা করতেছে।।
দেখি স্বপ্ন অবিরতভালোবাসাবাসি প্রতিনিয়ত,
ইচ্ছে ছিলো আকাশ ছোঁবো,তারায় তারায় গল্প লিখে দুঃখগুলো ছাপিয়ে দিয়ে, শেষ বিকেলের কাব্য হবো।
বড় মানুষের স্বপ্ন সে তো অর্থ-দিয়ে কেনা,কষ্টের সৃষ্টি নয়।মধ্যবিত্তের স্বপ্ন সে তো মরীচিকা,বালিশ খাটে সীমাবদ্ধ।আর গরিবের স্বপ্ন - সে তো শুন্যতা।
শূণ্যে বেঁধেছি আপনা ঘর স্বপ্নেরা অগোচর, জীবন ডিঙি যায় ভেষে যায় গহীন সমুদ্দুর।