বন্ধু
৪১ জন
অনুসরনকারী
৩ জন
শূণ্য চোখে দুঃস্বপ্ন তব্এসেছো তুমি ফিরে..!আমরা বাঙালী কি ডালা সাঁজাবো?প্রার্থণা পূর্ণ হিরে!!!
যা কিছু হারিয়ে যায়, চিরতরেই যায়ফেরে না কখনও; কোনদিন!
আর্কাইভে সাজানো স্মৃতিতেধুলো জমেছে
প্রেমের নিরীক্ষাগার হয়ে বিদ্যাপীঠ গুলো দাঁড়িয়ে আছে
গভীরে ডুবে আছে যে ছায়ার শরীর- সেই কবে ঝাপসা আঙুলে দেখিয়েছিল না ফেরার দিক।
নিজের কাছেই বড় অপ্রিয়- কাটাই সময়কিছুতে ভিজি না শুধু পুড়ে যাই দ্বিধার প্রহরে
একদিন তবু ঠিক উঠে পড়ি- ফেরার টিকেট নেই জেনেভালবাসা, নীল খাম, বাতাসের সবুজাভ ট্রেনে
এখনো বোঝনি জানি, কতটা মারণ বিষে নিভে যায় শিখাপুড়ে পুড়ে তুষানলে, হেমলক খুঁজি- ফেলে অমৃত বটিকা
উত্তুরে বাতাসে কেমন যেন একটা মাদকতা মিশে থাকে। গাছে গাছে পাতায় পাতায় কীসের যেন অজানা শিহরণ। সদ্য যৌবনার মতো রহস্যময় লুকোনো পদচারণ...ফিসফিসিয়ে কানাকানি। আর অকারণে হেসে লুটিয়ে পড়া ঝঙ্কারের মতোই ব্যস্ত হাওয়ারা শব্দ তোলে শনশন।
বাসে আমার পাশের সিটে বসা ছিল সুন্দরী এক মেয়ে,মনে অনেক কৌতুহল জাগলো সেই মেয়েটিকে নিয়ে।দুজনে পাশাপাশি সিটে বসা,বাসের ধাক্কায় গায়ে গায়ে লাগে ঘষা।
স্বপ্ন রেখেছি শ্রান্তির কোলে জমা;সারাটা দুপুর উপেক্ষা রোদে পুড়ে-বিকেলে জ্বেলেছি আবীর ছড়ানো ক্ষমা।
সেই কবে, একুশে চিনেছিলাম দুটি শব্দ, প্রেম ও আগুন।তখন প্রেমে ছিল আগুনের আভা,লাভার চোরাবালি।
মন্তব্য করুন