বন্ধু
১৭ জন
অনুসরনকারী
২ জন
বিধির বিধি যায় না ভঙ্গযদি যায় বিফলে, ব্যর্থতার মিছিলে,পুড়ে মানবের অঙ্গ।
আমি সুদর্শন নইচটপটে নইআড্ডাপ্রিয় নইতাই তোমার কাছে অদ্ভূত আমি।
সুখ খুজছো?ওই পাপের ইট দিয়ে তৈরি দালানের মাঝে।সুখ খুজছো?ও বাড়ির প্রতিটি দেয়ালে রক্তের ছাপের মাঝে।সুখ খুজছো?
আওয়াজ টা ভেসে আসছে এদিক থেকেই। একটা শিশুর কান্নার আওয়াজ। গগনবিদারী চিৎকার। মাসুম শিশুর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।ময়লা কুড়ানোর পলিথিনটাকে মুখের কাছে গিঁট দিয়ে পেটিকোটের ফিতার সাথে শক্ত করে বেঁধে নিয়েছে করিমন। এভাবে বাঁধলে হাঁটতে সুবিধা হয়।
স্বপ্ন রেখেছি শ্রান্তির কোলে জমা;সারাটা দুপুর উপেক্ষা রোদে পুড়ে-বিকেলে জ্বেলেছি আবীর ছড়ানো ক্ষমা।
আমি এক পাহাড়ের পাদদেশে মেঘ ছুঁয়ে বলছি,সপ্ত আকাশ ভালোবাসা... যা পেয়েছি –তা তোমার কাছে’ই ।ঘৃণা, ভয়াবহ ঘৃণা... তাও পেয়েছিসেই তোমার কাছে’ই ।
আরে ভাই গনী মিয়া,এত্ত বড় বোঝা নিয়া,কোথায় চললে মশায়?শোনো ভাই কাঠুরিয়া,কাইটোনা আর করাত দিয়া,পরাণ বুঝি যায়!
মোট গল্প-কবিতা ১ টি