সিঁদুর আমি চিনেছিলাম, প্রথম চিনেছিলাম,
আমার মায়ের সিঁথির দিকে চেয়ে;
রঙকে কারা ধর্মে নিয়ে শিকল দিয়েছিলো
অশ্রুজন্মে তাও জেনেছি, মায়ের দু'চোখ বেয়ে
আর্বিভাষা বুঝেছিলাম, প্রথম বুঝেছিলাম,
মা-জননীর কণ্ঠে, গানের মতো;
ভাষা কেন ধর্ম-তে চিহ্নিত?
ভেবে ভেবে আজও তো বিব্রত
হচ্ছি আমি, সিন্ধু-উপত্যকায়!
মগজগলা দুশ্চিন্তায় …