আঁধার রাতে হেঁটে যেতে
আমি দেখলাম মৃত এক পাখি প্রায়;
কারো যান্ত্রিক আনন্দের শিকার;
কিংবা পরখ করা নিশানা;
-
কবিতা
মৃত নয়নসাদিক ইসলাম -
কবিতা
বাবামাসুম পান্থদু্:খ ভূলানোর মহাঔষধ,
বাবার মত নাই।
সৃতীভরা আকাশ সমান,
বাবার মত কই! -
কবিতা
হে রাষ্ট্র তুমি অন্ধ হওসুমন আফ্রীযদি বাড়াও শুধু পাশের হার
হোক সে 'আই এ্যাম জিপিএ ফাইভ'
ফাঁসের জোরে প্রশ্নপত্র
প্রজন্ম ধ্বংস দেখছি 'লাইভ'। -
কবিতা
আমিঅন্ধএম এ রউফআমি অন্ধ কপাল মন্দ
নেই দুটি আমার চোখ
কাজ করতে পারি না পথ বন্ধ
এই আমার মনের শোক -
কবিতা
বর্তমানে অন্ধত্বআসলাম হোসেন সজলশকুনের চোঁখে সুদূর অজানার দিকে তাকিয়ে
ইচ্ছেগুলোকে হত্যা করে খুনি হচ্ছি প্রতিদিন
জেনে আসা সবকিছু ধরে রাখার ক্ষমতা হারিয়েছি তখনই
তবু তৃষ্ণার্ত মন নিয়ে ক্লান্ত পায়ে হেটে যাচ্ছি বিরতিহীন। -
কবিতা
মুছে যাবে অন্ধত্বএইচ এম মহিউদ্দীন চৌধুরীজগত জুড়ে চলছে দ্বন্ধ আর দ্বন্ধ,
কেউ কি ভাবে কেনই এতো দ্বন্ধ?
যে দ্বন্ধের মূলে আছে জ্ঞানহীন ব্যক্তি,
বুঝতে চায় না যারা কোনোরূপ যুক্তি। -
কবিতা
মানবতা আজ অন্ধkazi zuberi mostakচোখের সামনে দেখছি অত্যাচারীর দম্ভ
এ যেন ঠিক চোখ আছে তবুও সে অন্ধ ,
শুনছি নির্যাতিতদের বুকফাটা আর্তনাদ ,
তবু আমার কন্ঠনালীর ভাঙেনিকো বাঁধ ৷ -
কবিতা
সময়ের দাবিM Hassanজোরালো এ কোন আওয়াজ আমায় ডাকে
ছুটে যাই, কে? কে ডাকে আমায়?
চোখ মেলে বুঝি আমি ছিলাম তন্দ্রায়। -
কবিতা
অন্ধত্বতাপস চট্টোপাধ্যায়তোমাদের অন্ধত্ব
আমার খোলাচোখ বন্ধ করতে পারবে না ।
নির্বাক মিছিলে আর নয় ।
মূক বধিরদের পায়ে পা মিলিয়ে
কি লাভ ? -
কবিতা
১৪ ফেব্রুয়ারীনাঈম রেজা১৪ফেব্রুয়ারী ভালবাসা দিয়ে শুরুকরি
এ আনন্দের কথা না বলে কেমনে থাকতে পারি?
প্রিয়ার মুখের মিষ্টি মিষ্টি হাসি
ফেব্রুয়ারী তাই তো তোমাই ভালবাসি ।
মার্চ ২০১৮ সংখ্যা
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "মাতৃভাষা”
কবিতার বিষয় "মাতৃভাষা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৬
এ যাবত
প্রতি মাসেই পুরস্কার
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র। -
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র। -
তৃতীয় পুরস্কার সনদপত্র।
