অন্ধ শোকের মন্দলোকে

অন্ধ (মার্চ ২০১৮)

আহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)
অন্ধ আমার দুচোখ জুড়ে আবার আলো ফুটল কি?
অবশ দেহের চারদিকে ফের আলোর পরশ জুটল কি?
মৃত্যু যে ওই নাড়ছে কড়া দুয়ার ধরে, শুনতে পাই—
চতুর্দিকে হাতড়ে মরি, চৌদিকে নেই কেউ কোথায়!

হ্যাঁরে খোকন, কোথায়রে তুই, আমায় ভাবার সময় পাস?
এখনও কি আগের মতো ঘুমের ঘোরে ঠোঁট ফোলাস?
অন্ধ আমার দুচোখ জুড়ে কেবল শুধু আঁধার ঘোর,
সেই আঁধারে ঝলকানি দেয় শুধুই মধুর মুখটি তোর!

সময় বুঝি থমকানো এই বৃদ্ধাশ্রমের জেলখানায়!
অন্ধচোখে কেবল শুনি আজরাইলের জোর সানাই!
তোরা কি কেউ বলতে পারিস, এখনও কি রোজ রাতে
সন্ধ্যাতারা দেয় কি দেখা সেই আমাদের ছাদটাতে?

এখনও কি বিকেল বেলায় দোয়েল ডাকে চিঁউ স্বরে,
নীল আকাশের নীল গায়ে কি মাতাল করা রং ধরে?
বয় কি আজও দমকা বাতাস সূর্য যখন অস্ত যায়?—
থাকগে ওসব, আজকে কেন ওসব আবার ভাবছি ছাই!

আমি তো বেশ সুখেই আছি, একলা ঘরে একলাটি,
খাট-পালঙে আর কতো কাল, তারচে ভালো এই মাটি!
আজরাইল ওই আসছে বুঝি, নাড়ছে কড়া অনর্গল—
চোখে কি হায় পড়ল কুটো, বইছে কেন ঝাপসা জল?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিক ইসলাম খুব সুন্দর ছড়াটা। শুভ কামনা আর ভোট রইলো। কবিতায় আমন্ত্রণ।
আমি কবিতা লিখলে কেমনে যেন ছড়া হয়ে যায়! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আমারো তাই হতো। এখন কবিতা লিখি ছন্দে পরিবর্তন এনেছি। যদিও আমার ছন্দ বেশি পছন্দ।
সালসাবিলা নকি খুব ভালো লেগেছে কবিতাটি
ম নি র মো হা ম্ম দ শুভ কামনা প্রিয় কবি।।সময় করে আসবেন আমার কবিতার পাতায়।।আমন্ত্রণ রইলো। আপনাদের মন্তব্য আমার আগামীর প্রেরণা!
মোঃ মোখলেছুর রহমান ভীষণ ভাল লাগল কবিতা।কী বাণী,কী ছন্দে। অন্তানুপ্রাস গুলোও চোখে পড়ার মত।শুভ কামনা সতত।
মাশাআল্লাহ।এমন সমঝদার পাঠকই যথেষ্ট আমৃত্যু লেখালেখির অনুপ্রেরণা যোগাতে।
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লেগেছে কবিতা। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। আসবেন আমার পাতায়।
অনেক ধন্যবাদ,ভাই।অবশ্যই আপনার লেখা পড়ব ইনশাআল্লাহ।

১৮ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫