বিষণ্ণ একঘেয়ে রাত্রি দিন,
মাঝেমাঝে গিলতে হয় অ্যাসপিরিন,
আজবাজে স্বপ্নের পায়তারায়,
একা আমি,
সবই আছে তবু যেন,কি নেই!
গল্পের হ্যাশ ট্যাগ প্রতিবাদেই
অল্পের জন্য ফসকে যাওয়া সুখ,
করে পাগলামি,
আমি সুখ খুঁজি,অলিয়স ফ্রসেজের
গ্যালারী ঘরে,
আর সস্তা যত্তসব অন্ত্যমিলের আদরে,
অনুভূতি সেলফি হতে এখন …