না ফিরিবো

অস্থিরতা (জানুয়ারী ২০১৬)

সুলতান মাহমুদ

না ফিরিবো আমি,
ওগো বিহারিনী,
আর তোমার দেশে;

না শুকিবো গন্ধ,
ওগো মায়াবতি,
তোমার কালো কেশে।।

না ধরিবো হাত,
ওগো সুপ্রভাত,
আর ডাকিওনা ঘরে;

করিবো না মান,
সুধাবো না গান,
হারিয়ে যাব চিরতরে।।

ফিরবোনা জানি,
ওগো অভিমানি,
ভাঙ্গিবো না আর রাগ;

কাঁধে হাত রেখে আর
কোনোদিন বলিবো না
সুপ্রভাত।।

না বলিবো কথা,
দিব নাগো ব্যাথা,
জানাবো না আকুলতা;

না সইব আমি,
তুমি বিহনে
আমার অস্থিরতা।।

করিবো না রাগ,
মিথ্যে হয়ে যাক,
এ মধুর ভালোবাসা;

করিবোনা অভিমান,
দিবো নাগো পিছুটান,
ভেঙ্গে গেলো কত
আশা।।

না দিবো বেলী,
লুকোচুরি খেলি,
অলকের সোভিত
খোঁপায়;

না দেখিবো চাঁদ,
কাঁদে রেখে কাঁদ,
আধাঁরে গিয়েছে
লুকায়।।

না মুছিবো আঁখি,
উড়ে যাও পাখি,
আমারে ছাড়িয়া একা;

দেখিলেনা তুমি;
হৃদয় ছিড়িয়া,
অন্তরে কত ব্যাথা।।

না দিবো চুম,
যাও তুমি ঘুম,
স্বপ্ন ভাঙ্গিয়া গেলে;

নতুনের সাথে,
আজ ঘুমাইছ পাশে,
আর আমি মরি তিলে
তিলে।।

না সইতে পারি,
শুধু কেঁদে মরি,
আর যে দিবোনা দেখা;

একবার এসে ,
মাটি খুঁড়ে দেখো,
আজ আমি কত একা।।

না ফুটাবো হাঁসি,
পিছু পিছু আসি,
বলবোনা ভালোবাসি;

হৃদয়ে আজ দুঃখের
কাঁদন বহালি ওরে
চক্রবাকী।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক বাহ! দারুন হয়েছে....ভালো লাগলো...
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্
ভালো লাগেনি ৩১ জানুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল সুন্দর একটি কবিতা লিখেছেন। অসাধারণ কবিতার ছন্দ শব্দ গাঁথুনি। আপনার শুভ কামনা রইল । ভালো থাকবেন।•••।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
জুনায়েদ বি রাহমান সুন্দর লেখনী। ভালো লাগলো।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
মোহাম্মদ সানাউল্লাহ্ দারুন ! খুব সুন্দর আপনার মন কাড়া ছন্দময় কবিতা ! ভোট রেখে গেলাম ।
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা ..........ভালো লাগলো .
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
সুলতান মাহমুদ ধন্যবাদ সবাই কে মন্তব্য করার জন্য
ফয়েজ উল্লাহ রবি খুব ভাল লেগেছে,শুভেচ্ছা রইল।আর ভোট রেখে গেলাম।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
গোবিন্দ বীন একবার এসে , মাটি খুঁড়ে দেখো, আজ আমি কত একা।।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

২১ ডিসেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫