"হ্যাঁ,অনন্ত,আমি বাড়ি ফিরছি।
আমার প্রথম বাড়ি ফেরা,হয়তো এবারই শেষ।"।
এই পর্যন্ত পড়ে মনে হলো,যা জানার ছিলো,তা জানা হয়ে গেছে।
এখন সন্ধ্যে, এবার আমাকেও বাড়ি ফিরতে হবে।
বাংলা কষ্টের কবিতা কি? বাংলা কষ্টের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা কষ্টের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
শিরোনামহীন-৩কামরুল হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
কষ্টআকছার মুহাম্মদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭রাতের কষ্ঠ,
অমাবস্যা ভেদ করে পূর্ণ চাঁদ
আর্তনাদে নিষ্ঠুর হওয়া নিয়তি
আস্তিন থেকে বের হওয়া নবজাতক
কামনার সাক্ষাতে অমোঘ সৌন্দর্যলোকের কষ্ঠ। -
কবিতা
তোমার স্মৃতিই আমার ঘাতকশব্দ মাধুকরীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭টের পাওনি কখনই তুমি-
কেমন নিঃশব্দে ভেঙেছ আমার বুকের পাঁজর
প্রবল স্রোতে যেমন ভাঙে নদীর দু-কূল! -
কবিতা
নীলাভ কষ্টনূরনবীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭বিবিধ আদরগুলো রেখেছিলাম; অতি গোপন প্রকোষ্ঠে
একাকী গভীর রাতে, অতি সঙ্গোপনে সে সব ছুঁয়ে দেখেছি বহুবার।
ভেবেছিলাম কানামাছি খেলার ছলে- -
কবিতা
কষ্টপদ্মপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭দুঃখ গুলো আজ
দৄত্য হয়ে নিত্য খেলছে,
রিক্ত মনে সিক্ততা বাড়িয়ে
ধরাধম কুলুসিত হচ্ছে -
কবিতা
দুঃখ বিলাসএলিজা রহমানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭তুমি আমার হঠাৎ পাওয়া সুখ
তাই বুঝি যেমন এসেছিলে তেমনি হারিয়ে গেলে ,
আমার জীবনে নেই কোন দুঃখ আর
তোমার স্মৃতিগুলোই এখন সুখ আমার ; -
কবিতা
কেনো এমন করলে?kazi zuberi mostakপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭বরাবরের মতো আজও এ প্রশ্নটা জাগে
কি নেওনি আমার মায়ের কাছে থেকে ?
আদর স্নেহ মায়া মমতা সবইতো নিয়েছো
আমার মায়ের দুধেই তোমার প্রাণ বেঁচেছে , -
কবিতা
গানের বাসরডঃ সুজিতকুমার বিশ্বাসপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমার গানের দেশে তুমি এসো আজ,
তোমারে দেখিব চোখে মনে তাই লাজ।
সেই কবে ভেবে গেছি আসিবে সুদিন-
আমার কবিতা ঘরে তোমার সে ঋণ;
আজ আমি সাজায়েছি গানের বাসর -
কবিতা
তারে কী কষ্ট বলেছবি আনসারীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭যারে পাওয়ার তরে মন হত ব্যাকুল
সেও হারালো পরদেশী মেঘে ;
তার তরে মন কেমন করে
বুকের গহীনে এক ব্যথা চিনচিন করে
তারে কী কষ্ট বলে ? -
কবিতা
রিমোট গাড়িখালিদ খানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমার বুকে কষ্ট বেশি একটুখানি সুখ
একটুখানিই দূর করে দেয় সবটুকুন দুঃখ
তিনি হতেন সবার সুখে অনেক বেশি খুশি
কাদতেন আবার সবার দুখে অনেকখানি বেশি -
কবিতা
কষ্টের মায়াজালনাহিদ হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ছোট বেলায় হারিয়ে বাবা মা
আজ পথে পথে ঘুরি।
খিদের জাতনায় কখনো
কেঁদে কেঁদে মরি। -
কবিতা
পারমিতাএস. ইমাম মেহেদী হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭পারমিতা,তোর ওখানে বৃষ্টি হয়?
দু'হাত দিয়ে বৃষ্টি ধরিস?
আদর দিয়ে গায়ে মাখিস?
আমি কিন্তু রোজ ভিজি !
সকাল-দুপুর- গভীর রাতি- -
কবিতা
অবাঞ্ছিতজেড.আর. জিমপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আপন বক্ষে নিরঞ্জন-এ' ভালবাসা
রেখেছি ধরে, শত ভিক্ষে চেয়েছি
তুলে ধরেছি তার সামনে
অকাতরে প্রাণ ভরে। -
কবিতা
আমাদের অসম্পূর্ণ গল্পআখতার উজ্জামান সুমনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭তোমার অস্তাচলে তাকিয়ে
আচলের সুদীপ্ত বলিরেখাটি বিলাপ করে,
আমি তা সহ্য করি;
ভস্মতূল্য স্মৃতিপদক বসনখানি রিক্ত বলে
শক্ত করে হুমকি দেয় বারবার,
আমি তাও সহ্য করি। -
কবিতা
আমরা সবাই দুঃখীমোহাম্মদ বাপ্পিপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমরা সবাই দুঃখী ।
ধরার বুকে
কেউ নয় তো সুখী ।
আছে যত ধনী-গরীব
সকল সখা-সখী ।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫
এ যাবত
প্রতি মাসেই পুরস্কার
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
