প্রতীক্ষা- তোমায় দিলাম ছুটি ।

আমার আমি (অক্টোবর ২০১৬)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ১৬
  • ৯৬
নিঃসঙ্গতার স্বাদ কি-
হেমলকের মতো !
শীতল একটা বাতাস
বয়ে চলে শির দাঁড়ায় ।
রক্তকনা ছিটকে
বের হতে চায়
শরীর থেকে ।
আমি কি সপ্ন দেখি –
নাকি আমার আকাশে
তোমার বিষ মাখা ছায়া
আমাকে মোহাচ্ছন্ন করে ।
সুখ দুঃখ ভালবাসার পরশ গুলো
আমার কাছে এখন বিস্বাদ লাগে ।
চাতকের মতো খুঁজি আমি ,
রাত দিন করে একাকার ।
নিঃস্ব নদীর কাছে শুনি
ঘোলা জলের কষ্ট ।
উদ্ভ্রান্ত নাবিক বলে চলে
নিঃস্ব হবার গল্প ।
আমি পাগল হয়ে
বাতাসের কানে বলি-
এ শূন্য তা আমি চাই না ।
ফিরে এসো আঘাত দিতে বারে বারে
সেটাই সই অচিন পাখি ,
নাও ভিড়াও কুলে
সুখের দিন যে যায় চলে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী এইচ রবিন সুন্দর কবিতা
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আপনাকে অনেক ধন্যবাদ ।
নিয়াজ উদ্দিন সুমন সময়ের চাহিদা নিবারনে নাও একদিন ভিরবে, কবির সান্নিধ্যে.... শুভ কামনা
সেলিনা ইসলাম বাহ চমৎকার কবিতা...! শুভকামনা রইল।
সমাধিরঞ্জন নাজমুছ-ছায়াদাত কোথায় পেলি ভাই পরশপাথর। কুঁড়ি অবস্থায় যে ফুল এতো সুন্দরতা খুশবু নিয়ে, পরিপুর্ণ পুষ্প তো সবাইকে মাতাল করে দেবে। এই বয়সে এত পরিণত কবিতা, সচরাচর গোচরে হয় না। অত্যন্ত ভালো, একেবারে নিখুঁত। vote দিলাম মুক্ত হস্তে। ভালো থাকিস ভাই।
আপনি এতো সুন্দর করে মন্তব্য করেছেন ,নিজেকে আবার নতুন করে জানতে মন চাইতেছে । আপনি ভাল থাকবেন আশা করি ।
জয় শর্মা (আকিঞ্চন) প্রত্যেক টা লাইন মনে শিহরণ জাগিয়ে তুলল যেন! খুব সুন্দর লিখেছেন। শুভকামনা।
অনেক ধন্যবাদ , ভাল থাকবেন ।
Lutful Bari Panna নিঃস্ব নদীর কাছে শুনি/ ঘোলা জলের কষ্ট । এরকম আরো সমৃদ্ধ উপমা খুঁজছিলাম। ভালো, তবে আরো ভালো করার দাবী রাখে।
অনেক ধন্যবাদ ভাই । আপনাদের উৎসাহে ত এতদুর দয়া করবেন । সুভকামনা
কবি এবং হিমু নিঃসঙ্গতার স্বাদ কি??আমার ও জানতে ইচ্ছে করে,শুভেচ্ছা থাকলো
ধন্যবাদ । আসলেই এটাই বোধ হয় মানুষের বড় কৌতূহলের বিষয় । কিন্তু কেউ প্রকাশ করে কেউ করে না বা করতে পারে না । তাই হয়ত এ স্বাদ সবারি জানার কেন্দ্রে থাকে ।
পন্ডিত মাহী ভালো হচ্ছে। চেষ্টা চলুক...
ধন্যবাদ সাথে থাকার জন্য ।

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫