বৃষ্টি রাতের পতিতা

বৃষ্টি (আগষ্ট ২০১২)

SK. Mohshin Uddin Masum
  • ১৮
  • 0
  • ১২
মধ্য রাত, নিস্তবদ্য চারি দিক,
একাকি আমি গন্ত্যবে পথ চলা।
গম্ভীর আকাশে অজানা অভিমানে
হঠাৎ ঠা - - - ঠা করে বিজলির খেলা।
ভয়ে আৎকে লাফিয়ে দাঁড়াই হাটখোলা ফেলাই ওভার নিচে।
অট্রালিকার শহরটি পিচ ঢালা পথে প্রান্তরে প্রচন্ড বেগে বৃষ্টি এসে
নিস্তবদ্য শহরটিকে আর নিস্তবদ্য অপরিচিত শহর গড়ে।
সোডিয়ামের হলদে আলোয় কি যেন থেকে থেকে দেখছি,
চোখে বৃষ্টির জল মুছে কিনচিত দূরে দেখি
অপরূপা সুন্দরী ১৫ কি ১৬ রয়েছে দাড়ি।
রূপের গড়নে মনে হয় কোন ধন্যাডের রাজ কন্যা,
কিন্তু এই বৃষ্টি জড়া মধ্য রাতে নিবড়িতে অন্দকার রাতে
কিসের কাজে কি ভেবে, নাকি পথ ভুলে মনের খেলে,
নাকি অন্য কিছু ভেবেই পাচ্ছিনা, তবে রয়েছি সুন্দরীর সকাশে।
তৎক্ষণাত গোয়েন্দা কাহির সালক ফোমসের সূত্র ধরে
চুলের সিঁথি, সাজুগুজু ভাব, পরিধান আর জুতার বাজ
দেখে বুঝতে আর সমস্যা হলো না, আসলে সে পতিতা।

বৃষ্টি থামছেই না, অনেকটা ভয় ভয় কাজ করছে,
তবুও মনে চাইছে তার সাথে কিছু বলি।
অভয়ে জিজ্ঞাসা করি, করছো কি এই রাতে,
কেন যেন লজ্জা পাচ্ছিল, মনে হয় তাকে আগে থেকে আমি চিনি।
সরলা মেয়ে লাজুক কন্ঠে বলে, বৃদ্ধা মাতা দুধদা শিশু
আর পেটের ক্ষুধায় ইজ্জত দিচ্ছি বিশরজন পথের দাঁড়ে।
পিতৃ হারা অভাবী সংসারে খারাপ লম্পটের হাত থেকে
ইজ্জত বাঁচাতে দিয়েছিল মা বিয়ে,
পরিণাম এমনই হল, স্বল্প সঞ্চয় আর ইজ্জত সবই গেল।

সাহেব, বেশি না ইজ্জতের দাম ১০০ টাকা চায়।
পুরুষ শাসিত সমাজে আজ নারী সম্মান নাই,
লজ্জায় আজ দী খন্ডিত হয়েছি বাক-বাক্যহীন।
এত স্বপ্নের ইজ্জতটাও রয়েছে আজ পথে,
টহল পুলিশের হাতে পরলে টাকা নেয় কেরে।
না দিলে জেলে দিবে, বলে কত বলি,
এই সমাজে নারীর জীবন শুধু রয়েছে গালি।
বৃষ্টির মাতন শেষ হতেই ফুরায় আমাদের গল্প,
একশত নয় পাঁচশত দিলাম, দিলাম অনেক মন্ত।

তার পর থেকে পতিতা নয়, বাজারে শাক বেচে,
শিশু সন্তান ক্লাস ফাইভে মাও রয়েছে বেঁচে।
সংসারে নাই কোন অভাব, স্বামীও ফিরেছে ঘরে।
পতিতা এখন ব্যবসায়ি বনে রয়েছে অনেক সুখে,
জীবন বৃষ্টি শেষ হয়েছে একটি বৃষ্টি রাতের শেষে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের কবিতায় একজন নারীর জীবন সংগ্রামের বিমূর্ত চিত্র। বাক্য গঠন আর বানানের বড়ই সমস্যা। "গোয়েন্দা কাহির সালক ফোমসের" - কথাটা যে "গোয়েন্দা কাহিনীর শার্লক হোমসের" বুঝলাম অনেক কষ্ট করে।
মাহবুব খান এটিতো আসল গল্পকবিতা / আপনি কবিতার ভেতর গল্পর ঘোড়া হাকালেন / ভালো লাগলো
মিলন বনিক সুন্দর একটা আবেগী কাহিনী ফুটিয়ে তুলেছেন...খুব ভালো লাগলো...ফোনেটিক প্রবলেমে বানান বিভ্রাট চোখে পরার মত...
তানি হক ভিন্নতায় মোড়া সুন্দর কবিতা .....ধন্যবাদ
দিপা নূরী ভালো লাগলো কবিতায় সমাজের চিত্র।
মোঃ গালিব মেহেদী খাঁন ভালো লাগলো । ভাল থাকবেন।
খোরশেদুল আলম আমাদের সমাজের করুণ চিত্র তুলে ধরেছেন কবিতায়। অনেক ভালো লাগলো। শুভ কামনা রইল।
sakil somajer adhare thaka ek nari ebng tar kostoke nipun vhabe tule enechen. Note= salok phoms er sthane sharlok homos hobe-somvoboto taiping mistek
প্রিয়ম অনেক দারুন একটা কবিতা ............।

২০ জুন - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪