ছাতা

বাবা (জুন ২০১২)

গাজী হানিফ
  • ২১
  • 0
  • ৪৫
আমাদের কাছ থেকে বাবা ছিলেন দূরে
কর্মক্ষেত্রে- অন্য কোথাও কোনখানে;
অনেকদিন দেখি না তাকে
উদাস মনে ফাঁকা ফাঁকা শূন্যতা।
মাকে বলেছি- 'মা আমার বই দরকার।'
'তোর বাবা এলেই বই কিনে দেবে।'
'মা, নানা বাড়ি বেড়াতে যাব, চলো'
'তোর বাবা আসুক, একই সাথে যাবো'
মনে পড়ে এসব নেহাত ছেলেবেলার কথা।

কখন যে যৌবন এসে গেল জীবনে
এখনো বাবা দূরে অন্য কোথাও।
প্রেয়সীর সান্নিধ্যে অভিভূত আমি-
মনে আমার একরাশ মুগ্ধতা।
বলেছি- 'এসো ঘর বাঁধি।'
এ কথায় চোখে তার লাজুক চাহনি-
মুখে স্মিত হাসি, বলেছে-
'আগে তোমার বাবার মতামত জানো।ৎ
সব কাজে সবার মুখেই বাবার দোহাই
দেখা যায় তাকে ছাড়া অনেকটাই হয় না।
বৃদ্ধ বাবা এখন বাড়িতে অবসরে
আমিই সংসার চালাই।
সংসারগৃহে কত বৃষ্টি - ঝড় - ঝঞ্ঝা।
মাথার ওপর রোদের দাবদাহ
কিন্তু কিছুই মনে হয় না, বাবা আছেন।
আসলেই বাবা যেন খোলা আকাশের নীচে
আমার কাছে প্রসারিত এক ছাতা ছাউনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বশির আহমেদ বাবা আসলেই সবার মাথার উপর বিশাল ছাউনি ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আসলেই বাবা যেন খোলা আকাশের নীচে আমার কাছে প্রসারিত এক ছাতা ছাউনি। // chirayito sashoto bani ....valo laglo kobita.....suvechha kobike.......
Lutful Bari Panna ভাল হয়েছে হানিফ ভাই।
তানি হক আসলেই বাবা যেন খোলা আকাশের নীচে আমার কাছে প্রসারিত এক ছাতা ছাউনি।......সুন্দর কবিতা ...ভালো লেগেছে ,,,ধন্যবাদ
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ..................চমতকার ভাবনা, চমতকার কবিতা। এইতো আমাদের জীবন শুভেচ্ছা রইল।
জালাল উদ্দিন মুহম্মদ মাথার ওপর রোদের দাবদাহ / কিন্তু কিছুই মনে হয় না, বাবা আছেন।/ আসলেই বাবা যেন খোলা আকাশের নীচে / আমার কাছে প্রসারিত এক ছাতা ছাউনি। -------// চমৎকার অনুভূতি। আর পরিচ্ছন্ন কবিতা। ভাল লাগলো বেশ। ধন্যবাদ ও শুভকামনা সতত।
আহমেদ সাবের "আসলেই বাবা যেন খোলা আকাশের নীচে / আমার কাছে প্রসারিত এক ছাতা ছাউনি। " - খুব সুন্দর উপমা। কবিতা ভাল লাগল।
স্বাধীন খুব সুন্দর একটা আবহ তৈরি হয়েছে। সরল সুন্দর কবিতা।
মাহবুব খান একটা চিত্র কল্প এ বাবা /ভালো লাগলো

২২ মে - ২০১২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪