বাবা বলেন ছেলেকে, তোমার হাতে কি ?
ছেলে বলে আছে কিছু, বুঝবেনা তুমি
বুঝলাম এ'টা কিছু, সেইটাইবা কি ?
ক্ষিপ্ত হয়ে ছেলে বলে, তা জেনে লাভ কি ?
উত্তরে বাবা নীরব, খারাপ মনটি ।।
বেশ সময় ভাবেন, এ সেই সন্তান ?
সে যখন শিশু ছিল, কাধে রাখতাম
ঘাড়ে বসে হিশি দিত, আনন্দ পেতাম
কতশত প্রশ্ন তাকে বুঝিয়ে দিতাম
বুঝেও সে বুঝতোনা, না রেগে যেতাম ।।
ভাবনা শেষে ছেলেকে নম্র স্বরে ডেকে
যা যা ভাবে এতক্ষণ বললেন তাকে ।
তাই বলে বকবক করতে থাকবে ?
সে সবে আমাকে তাল মিলাতেই হবে ?
তাইতো ? তা কেন হবে ! সব ভুল, তবে-
জানিও তুমিও হবে একদিন বাবা
আমিতো চেপে গেলাম, তুমি কি পারবা ?
ভাবিওনা তা হবেনা, সু-সন্তান পাবা ।।
advertisement
ভাবিওনা তা হবেনা, সু-সন্তান পাবা ।। // chesta koreo baba kebol akkhep kore gelen...........valo laglo...bin arfan...onek suvechha ...........