বাউন্ডুলে

দাম্ভিক (জুলাই ২০১৮)

পন্ডিত মাহী
  • ২৫২৯
আমি চেষ্টা করেছি বিদায় বলতে
লুকিয়ে আমাকে খুব
চেষ্টা করেছি পথে পা মেলাতে

তুমি মনের গভীরে অস্পর্শতায়
ওপাশে লুকিয়ে মুখ
রোদ গুলো কে বিছিরি বলতে

তখন আমার চোখের কোণ
ভিজেছে নিয়ে সহজ জল
তোমার কথায় মেঘের দল
হাওয়াতে ওড়ে ধুলোর দল

তখন আবার এ মন জাগে
কোন অচেনা সন্ধ্যায়
তুমি একা কি
আমি কিন্তু একাই আছি বাউন্ডুলে

সেই শীতের সকালে উঠে
আমি পথে হেঁটে এসে একাকী
তোমার আলো গুলো ছুঁয়েছি

সেই অচেনা এক সন্ধ্যায়
আমি হাওয়া হয়ে বাউন্ডুলে
আঙ্গুলে ধরে মন ভাসিয়েছি

এখন আবার এ মন জাগে
কোন অচেনা সৌরভে
তুমি মেঘের আড়ালে ভেসে
চলে এসো আমার বাড়ি

আমি হেরে যাব
তুমি রোদের সকালে এসো
আমি তোমার অপেক্ষায় শুধুই
জানলার কাছে ঘাসের বুকে বাউন্ডুলে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ যে মুখ লুকিয়ে রোদ্গুলোকে বিচ্ছিরি বলে, তাকে রোদের সকালে আসার আমন্ত্রণ জানানো!// লাভলু ভাইয়ের সাথে একমত।সুন্দর কবিতা।
মোঃ জামশেদুল আলম বাউন্ডুলে শুভেচ্ছা
ওয়াহিদ মামুন লাভলু যে মুখ লুকিয়ে রোদ্গুলোকে বিচ্ছিরি বলে, তাকে রোদের সকালে আসার আমন্ত্রণ জানানো! অনেক ভাল লাগলো। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ব্রজলাট ভাল লাগল পড়ে। শুভকামনা ।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত সুন্দর কবিতা । ভাল লাগল । অনেক শুভকামনা ।
রাহাত অনেক ভালো লাগা রইলো। সুন্দর কবিতা।
নুরুন নাহার লিলিয়ান সুন্দর উপস্থাপন । লেখকের জন্য শুভ কামনা ।
মোঃ মোখলেছুর রহমান বেশ ভাবনাময় লেখা।ভাল থাবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী আমি হেরে যাব তুমি রোদের সকালে এসো আমি তোমার অপেক্ষায় শুধুই জানলার কাছে ঘাসের বুকে বাউন্ডুলে। খুব ভালো লাগলো কবিতা। অনেক শুভকামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

"মনের গভীর অস্পর্শতা" এর মানে কতটা অহ্ংকার কতটা ইচ্ছে করে নিজেকে আড়ালে রাখা। এমন "মন"কে ভালবাসা দূঃসাহস, যেখানে সব হারানোর ভয় থাকে। তবু তো কারো কারো মনে আসে ফাল্গুন, শীতের সকাল গোপনে। সে মন বাউন্ডুলে।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪