পিতা

বাবা (জুন ২০১২)

শেখ একেএম জাকারিয়া
  • ২২
  • ৪৩
পিতা- তুমি মহাবীর, মর্ত্যলোকের প্রধানপুরুষ
তুমি বটবৃক্ষ
তোমার সু-নিবিঢ় ছায়াতলে আমাদের আশ্রয়।
শত ঝড়-ঝঞ্ঝাট, শত বাধা বিপত্তি
সকল আঁধার হতে
তুমি আগলে রাখ তোমার শক্ত বাহু বন্ধনে ।
তুমি বিপদের কাণ্ডারি, শান্তির দূত
তুমি অন্ধকারের আলো
তুমি শত-কুটিবার কর আরাধনা ব্রহ্মার কাছে।

তুমি ঈশ্বরকে বল-
আমার সন্তান আমি ধরেছি বাহুডোরে
আমাকে সর্গের দোয়ারে এনে,
কেন তুমি বল কু-কাফে রইবে আমার সন্তান?
না- এ হয়না ।

ঈশ্বর বলেন,
সবাই যখন বলবে- ইয়া নফছি, ইয়া নফছি
তখন তুমি বলবে- হায় উম্মতি, হায় উম্মতি ।

ইহা শুনে,
তুমি বলবে- রক্ষা কর প্রভু,ওদের রক্ষা কর
আমার সন্তানেরা আজ ধ্বংসের পথে
এসবের মাঝেও
"কেউ বলবে কোথায় হারিয়ে গেলে পিতা-
কোথায় হারিয়ে গেলে?
কান্ডাড়ীবিহীন তরি
আজ অকুল সাগরে ডুবুডুবু
ঢেউয়ের তালে তালে গুনছে মৃত্যুর প্রহর।"
ওদের কর্মফলে, তুমি আজ ওদের থেকে বহুদূর।
তুমি আরো বলবে-
আমি আপনার প্রেম, ওরা আমার প্রেম
বলে দাও প্রভু তোমার সান্নিধ্য পাবার রাস্তা।

এই বাক বক্তব্য শুনে
আমরা বলি-তুমি বাতলে দাও পিতা
মহা প্রভুর সন্ধান
তুমি তো এ জগৎসংসারে সত্যিকারের মুর্শিদ
তবে,কেন লোকেরা আজ
নকল মুর্শিদ নিয়ে টানাহেঁছরা করে?

আমাদের এক পা আজ শরিয়ত নগরে
আর এক পা রয়েছে
ভণ্ডদের তৈয়ার করা
নকল মারিপথ নামের কু-কাফ নগরে।

আজ পুরু জাতির অকুল পাথার
কে সামাল দেবে এই অন্ধকার ঝড়ের রাত্রি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমাদের এক পা আজ শরিয়ত নগরে আর এক পা রয়েছে ভণ্ডদের তৈয়ার করা নকল মারিপথ নামের কু-কাফ নগরে। // valo laglo kobita.....baba holen asol mursid......khub sundor.....
Lutful Bari Panna এমন একজনকে নিয়ে আসলেন যিনি আমাদের সত্যিকারের আদর্শ। ধন্যবাদ।
মোঃ আক্তারুজ্জামান খুব সুন্দর লিখেছেন| সু-নিবিঢ়, সর্গের দোয়ারে, কান্ডাড়ীবিহীন, টানাহেঁছরা- এই বানান বিভ্রাট্গুলি এড়াতে পারলে আরও সুন্দর, দৃষ্টি নন্দন লাগত| অনেক অনেক শুভ কামনা|
সেলিনা ইসলাম ভাল লাগল কবিতা শুভেচ্ছা কবি
জালাল উদ্দিন মুহম্মদ পিতা- তুমি মহাবীর, মর্ত্যলোকের প্রধানপুরুষ / তুমি বটবৃক্ষ / তোমার সু-নিবিঢ় ছায়াতলে আমাদের আশ্রয়। ------- // চমতকার কবিতা। অনেক তথ্য এসেছে অবলীলায় ।ভাল লেগেছে খুব। শুভকামনা কবি।
আহমেদ সাবের "নকল মুর্শিদ নিয়ে টানাহেঁছরা (টানা-হেঁচড়া) করে" - সত্যি কথা বলেছেন। সেই ভুলের ফলেই আমাদের যত দুর্গতি। কবিতা ভাল লাগল। তবে, কিছু বানান ( যেমন - সর্গের (স্বর্গের), দোয়ারে (দুয়ারে) ) বেশ জ্বালাল।
জাকিয়া জেসমিন যূথী গভীর ভাবনা থেকে উত্থিত সুন্দর কবিতা। শুভকামনা রইলো।
মিলন বনিক খুব সুন্দর কবিতা..মন্ত্র মুগ্ধের মত পড়লাম..ভালো লাগলো...

১৫ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪