মা-ভালবাসার অন্য নাম

মা (মে ২০১১)

Samiul Alam Toshon
  • ১৯
  • ৬৫
আবেগ যেখানে মিশে একাকার, অশ্রু সেখানে টলমল। সেই অশ্রু তে কখনও ভাসে সুখময় প্রতিচ্ছবি, আবার কখনও বয়ে চলে বেদনার তরী। বেদনার রঙ নীল হলেও সুবিশাল আকাশের বুকে একটি শব্দ ধ্বনিত হয় সমস্ত আবেগ নিয়ে। আর তা হল 'মা'। একটি অক্ষরের এই শব্দ হৃদয় গহীনে ভালবাসার সঞ্চার তোলে। আর সেই ভালবাসার ছোঁয়া নিয়ে শিরায় শিরায় রক্ত বয়ে যায়। মা কথাটি শুনলে, মা এর ডাক শুনলে কিংবা মা এর দিকে তাকালেই আমরা তা উপলব্ধি করি। এক পরম সুখের সাগরে ভাসতে থাকি। বুকের পাঁজর গুলো যেন চিরে বেরিয়ে এসে মা কে জড়িয়ে ধরতে চায় আর গেয়ে উঠতে চায়:
Mother You filled my days with rainbow lights,
fairytales and sweet dream nights,

দশ মাস দশ দিন গর্ভে ধরে তিলে তিলে যে প্রাণের অস্তিত্ব মা রক্ষা করেন সেই প্রাণের কাছে মা ব্যতীত অন্য শব্দ কেন ভাল লাগবে? মায়ের আবেদন এবং আকুলতা সার্বজনীন। মায়ের স্পর্শ যেন স্বর্গসুখ। বৃক্ষ যেমন তার ফুল ফল আর পাতা ধারণ করে থাকে, তেমনি সন্তানকে মা আগলে রাখেন পরম সুখ-ছায়ায়। রক্তে মাংসে গড়ে উঠা সন্তান আমৃত্যু মায়ের কাছে কচি খোকা। সন্তান জন্ম দেয়া থেকে শুরু করে তাকে লালন পালন এবং মানুষের মতো মানুষ করে তোলার মতো গুরুত্বপূর্ণ আর কঠিন কাজটি মা করে থাকেন সুচারু রূপে। শত কষ্ট আর যন্ত্রণা সয়ে এই কাজটি করার মাঝে যে সুখ তা মা ছাড়া আর কারো বোঝার সাধ্য নেই। Karl Fuchs এর সাথে মিলিয়ে আমিও বলতে চাই:
Mother is such a simple word
But to me there’s meaning seldom heard.

মায়ের চোখের দিকে তাকিয়ে খুঁজে পাই এক বিস্ময়। মায়ের সীমাহীন ভালবাসা আর কর্তব্য বোধ এ মুগ্ধ হয়ে বলতে ইচ্ছে হয়, মা আমি শুধুই তোমার, শুধু তোমাকেই ভালবাসি। উৎসাহ আর প্রেমময়তায় মা সন্তানকে যেভাবে বেঁধে রাখেন, তা থেকে বাঁধন ছাড়া হলেই সন্তান হয়ে পরে অস্থির। হৃদয়ের গভীরে সুরু হয় মা মা ক্রন্দন। পৃথিবীর সমস্ত ভালবাসা উজাড় করে দিয়ে মায়ের জন্য রচিত হয় অমর স্নেহের কাব্য। মায়ের মর্যাদা দিতে গিয়ে জগতের মহৎ ব্যক্তিগণ রেখেছেন অসামান্য দৃষ্টান্ত। হয়রত আব্দুল কাদের জিলানী(রা:) এর মায়ের শিওরে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা আমরা সকলেই জানি। মহানবী (সঃ) ও মায়ের মর্যাদা রক্ষায় এতটুক পিছপা হননি বরং বাবার চেয়ে মায়ের মর্যাদাই বেশি দিয়েছেন। সকল ধর্মেই মায়ের মর্যাদাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

অন্তরের সব অনুভূতি মিশে যায় মায়ের স্পর্শে। মায়ের সান্নিধ্যে এলে কলুষিত হৃদয় ও হয়ে উঠে পবিত্র। মায়ের ভালবাসার ভেলায় চড়ে সমস্ত পৃথিবীটাকে দেখতে চাই, চাই জীবনের মানে খুঁজে নিতে মায়ের স্নেহে।
Hundreds of dewdrops to greet the dawn,
Hundreds of bees in the purple clover,
Hundreds of butterflies on the lawn,
But only one mother the wide world over.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহীন নীল অনেক ভালো লাগলো।
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১৮
মিজানুর রহমান রানা মাকে নিয়ে সুন্দর একটি আর্টিকেল। ভালো লাগলো।---রানা।
বিন আরফান. গল্প নয় প্রবন্ধ বলা যেতে পারে. বাংলা ভালো লাগলো. তবে বাংলিশ মনে হল. ইংলিশ আমি বুঝি নাই.
শাহ্‌নাজ আক্তার মা নিয়ে গবেষনা করেছেন , ভালো |
Samiul Alam Toshon সবাই কে অনেক ধন্যবাদ। আপনাদের সমালোচনাই আমার লিখার প্রেরণা।
মাহমুদা rahman তোষণ লেখাটা প্রবন্ধের মত লেগেছে ঠিক গল্পকবিতা বলা যায়না....এমনিতে ভালো হয়েছে
মামুন ম. আজিজ একটা সংক্ষিপ্ত প্রবন্ধ হয়েছে মা বিষয়ক। আপনি ভালো প্রাবন্ধিক হয় উঠবেন একদিন ধারনা করি।
sakil ভালো লাগলে ও খারাপ লেগেছে ইংরেজি কবিতার লাইন গুলো দেখে . লেখক এগুলোর দিকে একটু খেয়াল দেয়া কি উচিত নয়?
আহমেদ সাবের দারুন আবেগঘন লেখা। সত্যি ভাল লাগলো।

১১ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪