টাপুর টুপুর

বর্ষা (আগষ্ট ২০১১)

স্বাগত সজীব N/A
  • ২৮
  • 0
  • ২৮
বর্ষার আগে আগেই,
হালকা মেঘে আকাশ গিয়েছে ছেয়ে।
জানিনা ভেজা বাতাস কারে খোঁজে,
ব্যাকুল হয়ে ইট-পাথরে ঘুরে-ঘুরে;
কেন এই বেদনার সুর তুলে।

লিখতে বসে সত্যিই বোকা বনেছি,
কোনও বাক্য নেই বৃষ্টির মত, কি যে লিখি।
শুধু তাকিয়ে এই ভরসাতে,
হায়! কোনও খেয়ালে যদি ছলকিয়ে উঠে-
কবিতার ছিটেফোটা এই মনে।
মনের বাঁধ ভাঙ্গে যদি কথার প্রবল বর্ষনে;
এই বর্ষায়, এই বৃষ্টির দিনে।

আমি যেখানেই থাকি-
আকাশ মেঘলা হলে কলম নিয়ে বসি;
কবিতা আমার চাই-ই।
টাপুর টুপুর ছন্দের মত একটি কবিতা।
বৃষ্টি; তোমার জন্য,
আর একটি কবিতার জন্য -
আমি এক পৃথিবী আয়োজন করে বসি,
গাছের বিবর্ণ পাতা নিয়ে বসি,
তৃষ্ণার্ত মাঠ নিয়ে বসি,
শুকিয়ে অর্ধেক হওয়া পুকুর নিয়ে বসি।

একটি অবিরাম ছন্দ ভরা কবিতার জন্য,
নাকি বৃষ্টির জন্য, এই নব কবির অধীর তাকিয়ে থাকা।
বৃষ্টির জন্য সমস্ত পৃথিবী প্রস্তুত;
প্রস্তুত অলেখা খাতা।
জানিনা কতটা ভাললাগায়,
বৃষ্টি রাঙিয়ে দেবে কবিতা।
প্রয়োজনে চালতা ফুল আর কদম ফুলে,
ভরে নেব লেখা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আনিসুর রহমান মানিক জানিনা কতটা ভাললাগায়, বৃষ্টি রাঙিয়ে দেবে কবিতা।----valo /
সুমননাহার (সুমি ) apnake অনেক ধন্যবাদ আপনার ভোট ও গৃহীত হেছে.
সূর্য N/A সুন্দর, স্বার্থক গদ্য কবিতা পড়ার মজা পেলাম। বেশ ভাল লিখেছ সজীব।
প্রজ্ঞা মৌসুমী 'শুকিয়ে অর্ধেক হওয়া পুকুর নিয়ে বসি' বাহ‌‌ বেশ বললেন। আমি কখনো চালতা ফুল দেখেনি; আপনার কবিতা পড়ে দেখার একটা ইচ্ছে জাগল। সত্য কবিতাগুলো 'সহজ, সুখপাঠ আর প্রাণবন্ত' যেমনটি আপনি বললেন। আপনার উন্নতি কামনায়...
জারিফ আল সাদিক ছন্দের তালে তালে সুন্দর একটা কবিতা । অনেক ভালো লাগলো ।
সেলিনা ইসলাম N/A বৃষ্টির জন্য সমস্ত পৃথিবী প্রস্তুত; প্রস্তুত অলেখা খাতা। ......বৃষ্টিকে এম করে মূল্যায়ন একজন কবি মনই করতে পারে । অসাধারন !!!
পন্ডিত মাহী সুন্দর একটি কবিতা
আহমেদ সাবের বৃষ্টি আর কবিতার জন্য সুন্দর আয়োজন – “গাছের বিবর্ণ পাতা নিয়ে বসি, তৃষ্ণার্ত মাঠ নিয়ে বসি, শুকিয়ে অর্ধেক হওয়া পুকুর নিয়ে বসি।“। চমৎকার লাগলো।
প্রজাপতি মন একটি অবিরাম ছন্দ ভরা কবিতার জন্য, নাকি বৃষ্টির জন্য, এই নব কবির অধীর তাকিয়ে থাকা। বৃষ্টির জন্য সমস্ত পৃথিবী প্রস্তুত; প্রস্তুত অলেখা খাতা। জানিনা কতটা ভাললাগায়, বৃষ্টি রাঙিয়ে দেবে কবিতা। প্রয়োজনে চালতা ফুল আর কদম ফুলে, ভরে নেব লেখা। অনেক সুন্দর!
তৌহিদ উল্লাহ শাকিল N/A বর্ষায় কবি হয়ে উঠা দারুন ব্যাপার । সজিব দাদা বেশ ভাল লাগ্ল । শুভকামনা রইল ।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫