মোহান্ধ মানুষের মুক্তির গান শুনব একদিন

সবুজ (জুলাই ২০১২)

নীলকণ্ঠ অরণি
মোট ভোট ৮১ প্রাপ্ত পয়েন্ট ৫.৬২
  • ৫৭
  • ৩৯
এইসব জলঘোলা করা কাজল মেঘে একদিন বৃষ্টি নামবে
এই স্বর্ণকেশী মরা গাঙে একদিন জাগবে নতুন ঢেউ
যুবকের সবুজ হৃদপিণ্ড ফুঁরে সেদিন বেরিয়ে আসবে
একখণ্ড গোলাপি মুক্তো।
স্বর্গ থেকে আবার যেদিন মর্ত্যে নামবেন সুন্দরী রেমেদিওস;
মোহান্ধ মানুষকে শোনাবেন মোহমুক্তির গান।
তাঁর শরীর থেকে ভেসে আসা অপার্থিব গন্ধে,
একে একে সবকটি মানুষ জড়ো হবে
পৃথিবীর বুকে উদীয়মান শেষ পাহাড়টার চূড়ায়।
এইসব বক্ষভেদী দূরদৃষ্টির মেঘগুলো তখন বৃষ্টি নামাবে।
তাদের এক এক ফোঁটা জল ধুয়ে নিয়ে যাবে
ক্লেদাক্ত সভ্যতার বিকৃত ভাগাড়ে জমে থাকা সবটুকু পাপ।
অন্ধকারে জ্বলে ওঠা কালো চিতার চোখ নয়,
আলোর ভিতর জন্ম নেবে আলোর প্রজাপতি।

সেই সুদিনের অপেক্ষায়-
যেদিন পৃথিবীর সব মানুষের ঘুম ভাঙবে
নবজাতকের নিষ্পাপ মুখের গোলাপি আভায়
যেদিন বাইবেল, কুরআন আর গীতার ধ্বনি
একত্রিত হয়ে তৈরি করবে আশ্চর্য সিম্ফনি!
বহুবছরের ছায়ান্ধকারে বিলীন হয়ে যাওয়া রুপোলী দ্বীপ
জেগে উঠবে সমুদ্রের বক্ষ থেকে।
এইসব বুনো আদিম মেঘগুলো সেদিন বৃষ্টি ঝরাবে
হয়তো সেখানে থাকবনা তুমি কিংবা আমি,
আলোকের তীব্র স্ফুলিঙ্গের নিচে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমাদের আগামী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমেল নাঈম বাহ। বেশ ভালো লেখা।
খন্দকার নাহিদ হোসেন আমি ভেবেই রাখছিলাম তুমি দ্বিতীয় হবে! কিন্তু যার সাথে তোমার ফাইট হওয়ার কথা সে বেচারা প্রথম ৩জনের মাঝেই নেই। কোন মানে হয়! যাইহোক- বিজয়ের জন্য রইলো অনেক অভিনন্দন।
আমি ভাবতেই পারিনাই আমি দ্বিতীয় হব! দারুণ লাগছে!
তানি হক বিজয়ী অভিনন্দন প্রিয় আপু কে ...
তুমিও প্রিয়...ধ্ন্যবাদ!!অনেক ভালো থাকো!
sakil অনেক অনেক অভিনন্দন
অনেক অনেক ধন্যবাদ!
আহমাদ মুকুল অভিনন্দন!
আমি অবাক ই হইছি। গল্প-কবিতায় উপস্থিতি কমে গিয়েছিল অনেক। এরকম উপহার পাব সবার কাছ থেকে এটা ভাবিইনি...খুব ভালো লাগছে!
মোঃ আক্তারুজ্জামান অভিনন্দন!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
জালাল উদ্দিন মুহম্মদ বিজয়ী অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
ইবনে ইউসুফ বিজয়ের শুভেচ্ছা, অরনি।
অনেক অনেক ধন্যবাদ!!

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

সমন্বিত স্কোর

৫.৬২

বিচারক স্কোরঃ ৩.৪১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২১ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪