আবার আমি

ভৌতিক (নভেম্বর ২০১৪)

Azaha Sultan
  • ১৯
  • ৭০
আমাকে অন্য দৃশ্যে দেখবে হয়তো আবার--

আমি চলে গেলে অদৃশ্যপ্রিয়ার সাথে

দিনশেষে--চিরকুয়াশার আঁধার নগরে--

নিশিথে ফুটে যেকুসুম তারই ঘ্রাণে হয়তো

অনুমান করতে পার সত্যিকারের হৃদয়ে

হয়তো দেখবে ফুটফুটে জোছনার আবছায়াতে--

অই যে দূরে--ভয়াল কালো জলের বিরাট বিলে

হয়তো রক্তকমল হয়ে ফুটছি আমি আবার

আমার প্রেমে মত্ত জলপরিরা হুমড়ি খাবে রাতদিন

হৃদয়লেনদেনে আমিও কিবা বাধ্য তাদের প্রেমে।



আমাকে হয়তো দেখতে পাবে ওখানে--

আমি ছায়াহীন বালিকার নিগূঢ়প্রেমে মজে

দিনাদিন খেলছি লুকোচুরি বেদনার বাগানে--

সেখানে--দূরে--বহুদূরে--হয়তো আরও দূরে

চিরকুমারকুমারীদের দলে ছুটছি সমান্তরালের ময়দানে--

আমাকে দেখেও হয়তো চিনতে পারবে না আর

আবার আমি তোমার কথা মনে করে

দ্রোণ হয়ে ফুটতে পারি মোহনলালের কার্নিশে

তোমার চলার পথে কাঁটা হব না তবে

হয়তো ভালবাসার রক্ষক হয়ে জড়াব আঁচলে।



আমাকে এখানে অনুভব করতে পারবে--

আমি তোমার হাসির ঝলকে ঝরে

দুঃখে গভীর সমুদ্রতল মহাতলে ডুবে যাব--

আবার হয়তো তোমার নাম ধরে

সৃষ্টির সমস্ত রঙে মিশে গিয়ে

রাঙাতে আসব বিষাদের রংহীন সংসার

আমার কথা নাইবা মনে রাখলে তুমি

আমি তোমার কথা মনে করে জাগব রাতারাত--

ভুলে যাব অইসব বেদনার নীলদর্শন

দেখব বিস্ময়ে অনিশ্চয়তার অভূতপূর্ব আদর।



আমাকে দেখতে পাবে অপূর্বরূপে--

তোমার শুভ্রজীবন রাঙানো হবে যখন

কানিজের সৎপুত্র মালিজের সাথে

অথবা সোয়াতির আগপুত্র সুখেন্দ্রের সঙ্গে--

প্রার্থনারত ভ্রমরেক গুঞ্জরিছে দেখো পুষ্পনিকুঞ্জে

চলে যাও ভেনিসশহরে যবদ্বীপ জাফলং হয়ে

অথবা হিমালয় থেকে হিমচাঁদের প্রাসাদে

সুদূর আকাশ থেকে ওই আকাশে

তোমার মধুচন্দ্রিমামাধুরীর আনন্দঘনমুহূর্তে

ভয় করো না ভূত হয়ে আসব না কবে।



আমাকে তুমি দেখতে পাবে হয়তো--

পাবে না--বৈরত বেজিং বার্লিন রোম

সিডনি প্যারিস লন্ডন টোকিও নিউয়র্ক--

এই বেতবনে--বাঁশঝাড়ে--হিজলতলায়

‘ডাক’ ‘ডাক’ ডাকছে দেখবে ডাহুকেক প্রিয়তমায়

কিবা খঞ্জনেক পুচ্ছ নাচাচ্ছে তোমার স্বাদের ডেউয়াগাছটিতে

হয়তো জলপিপ্বিক উড়ছে দেখবে তোমার মাথার উপরে

কিবা ঘুঘু-শালিক-দোয়েলের সাথে খুঁটছে দানা জগেন্দ্রোঠোনে

‘দূর’ ‘দূর’ করে দূরে তাড়াচ্ছ তুমি তারে বারেবারে--

আবার আমি আসছি ধেয়েধেয়ে--আসছি তোমার মূঢ়দৃষ্টে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan তৃতীয় প্যারা... আমাকে এখানে অনুভব করতে পারবে-- আমি তোমার হাসির ঝলকে মুক্তা ঝরে// ভ্রমর-এক---ডাহুক-এক----খঞ্জন-এক---জলপিপি-এক.....বৈরৎ----বেইজিং......সংশোধন করা হয়েছে.......
Azaha Sultan ৩. প্যারা.... আমাকে এখানে অনুভব করতে পারবে-- আমি তোমার হাসির ঝলকে মুক্তা ঝরে
নাহিদ জোয়েল খুব ভাল লাগল
ওয়াহিদ মামুন লাভলু দূরের কালো জলের বিরাট বিল ভয়ালই হয়। অর্থবহ লেখা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ওয়াহিদ ভাই, অনেক২ ধন্যবাদ........
মোস্তফা সোহেল ভাল লাগল ভাই । ভাল থাকবেন
অনেক ধন্যবাদ ভাই.......
হাসনা হেনা আমার মনে হয় ভ্রমর এক কখনো সন্ধি হয়না. রাতারাত দিনfদিন এসব সুদ্ধ কিনা জানিনা তবে এগুলি না লিখে অন্য কিছু লিখলে সুন্দর হত. ধন্যবাদ ..
ধন্যবাদ.......দেখি সংশোধন আনা যায় কিনা...তবে কবিতায় আমার মনে হয় এরকম কিছু অপরাধ করা যায়.....
তৃতীয় প্যারা... আমাকে এখানে অনুভব করতে পারবে-- আমি তোমার হাসির ঝলকে মুক্তা ঝরে// ভ্রমর-এক---ডাহুক-এক----খঞ্জন-এক---জলপিপি-এক.....বৈরৎ----বেইজিং......সংশোধন করা হয়েছে....অনেক ধন্যবাদ.....
বিন আরফান. ভালো লাগলো.
অভিজিৎ দাস সুন্দর লিখেছেন বেশ ভাল লাগল ।।
শামীম খান পরিচ্ছন্ন মনের কাব্য ভাবনা । দারুন লিখেছেন সুলতান ভাই । শুভ কামনা রেখে গেলাম ।
ধন্যবাদ শামীম ভাই.....
হাসনা হেনা বৈরত বেজিং , বানান ঠিক না.,জাগব রাতারাত-,ভ্রমরেক, ভয় করো না ভূত হয়ে আসব না কবে।,ডাহুকেক,জলপিপ্বিক এ শব্দ গুলি বোঝা গেলনা . কিছু মনে করবেননা. ধন্যবাদ
বৈরত , বেজিঙের বানান বোধহয়.....রাত-অরাত অর্থাৎ--রাতদিন বা সব সময়, দিনাদিন--দিন-অদিন এটাও রাতদিন অথবা সব সময়। ভ্রমর-এক---সন্ধি...হয়েছে। ভয় করো না ভূত হয়ে আসব না কবে--অর্থাৎ--কোন সুখে বা আনন্দে ভয় না করার অভয় দেওয়া হয়েছে......ডাহুক-এক---জলপিপি-এক এগুলো সন্ধির মাধ্যামে সংক্ষিপ্ত করা হয়েছে.....জলপিপ্বিক শব্দটা তবে ভুল এসেছে--হবে--সন্ধি করলে--জলপিপ্যেক অর্থাৎ--জলপিপি-এক....আপনাকে অশেষ ধন্যবাদ..... উত্থাপনের জন্যে.....
এখানে 'এক' শব্দটা যদি পূর্বে বসত তা হলে কখনো যুক্ত হত না.....একটি ভ্রমর একটি ডাহুক একটি জলপিপি বোঝানো হয়েছে দাদা.....ভাল থাকবেন.....আপনার মন্তব্য ভাল লাগল.....

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪