নারী ও যৌনতা

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

এস. ইমাম মেহেদী হাসান
  • ১২
  • ১১
গভীর নিস্তব্ধ রাত-
শুনশান নিরবতা,
বাঁশের সরু পাতায়-
বয়ে যায় সমান্তরাল হাওয়া।
মাঝে মাঝে খচমচ শব্দে-
মগজে ভূতের আনাগোনা,
এলোমেলো মেঘের ফাঁকে-
গোল্লাছুটে মত্ত চাঁদ আর তাঁরা।
দিঘীর শান্ত কালো জলে,
প্রতিফলিত হয় মায়াবী জ্যোৎস্না।
সব চোখ ঘুমের প্রেমে-
সমর্পণ করে নিজেকে,
শুধু আমি আছি জেগে-
লিপ্ত পাপী সম্ভোগে।
আমি উচ্ছ্বাসে মাতি -
হাজারো যুবতীর দেহে,
ময়নাতদন্ত করি-
শরীরের প্রতিটি খাঁজে-খাঁজে।
তন্নতন্ন করে খুঁজি -
অপ্রকাশিত হাজারো সাহিত্য,
হতবাক হই আমি-
দেখি রমণীর দ্বিত্ব অস্তিত্ব!
সফেদ পাতায় লেখা-
তাদের দুঃস্বপ্নের ইতিকথা,
কামাতুর পুরুষের গন্ধ-
সে শব্দের গায়ে মাখা।
জরায়ুতে লেপ্টে আছে-
অযাচিত বীর্যের উষ্ণতা,
এখনও নিরবে লুটছে সম্ভ্রম-
নীতিহীন কামুক সভ্যতা।
সুযোগে পেলেই দেখা মেলে-
সম্পর্কের বিসর্জিত রুপ,
দুর্বল বালিকার দেহে-
পুরুষ লুটে রমনের সুখ!
যৌবনের বার্তা দিয়েছিলো তাকে-
যে কয়েক বিন্দু রক্ত,
বাস্তবতার বোবা ক্যানভাসে-
সেই রক্তেই আঁকে করুন ধর্ষন চিত্র।
অফিসের বস থেকে-
লোকাল বাসের হেলপার,
নাগাল পেলেই হাত দেয়-
নরম সুভাষিত মাংসে বারবার।
কেউবা নিয়ে আসে রঙিন স্বপ্ন-
প্রেম নামক মিথ্যে আশা,
উষ্ণ দেহে বাঁধে সে -
ক্ষনিক যৌনতার বাসা।
সময়ের হাত ধরে-
নারী হয় ঘরনি,
শাড়ীর আচলে বাঁধে-
নতুন স্বপ্নের চাবি।
আজ্ঞাবহ বধূ হয়ে-
স্বামীর লোমশ বুকে,
নিজেকে দেয় সঁপে-
একটা মানুষের খোঁজে।
এখানেও কামুক পুরুষ-
লুটে মধুবন,
অবজ্ঞায় দুরে ঠেলে-
কয়েক যোজন।
জীবনের ধাপে-ধাপে,
এমন শত গল্প,
নারীকে দ্বি-রুপ দিয়েছে-
বাঁচা মরার দ্বন্দ্ব।
খেলার উঠান থেকে-
রহস্যময়ী সংসার,
পরাজিত সৈনিক হয়ে-
আপোষ করে বারবার।
নারীত্বের বিস্তর পথে-
পড়ে থাকা অব্যক্ত ক্ষোভ,
ধেয়ে আসে আমার পানে-
দেখি সর্বগ্রাসী রুপ।
দিঘীর শান্ত জলে-
নেমে আসে মগজের ভূত,
জ্যোৎস্নার বিভৎস বিচ্ছুরণে-
ছুটি নেয় বিবেকের ঘুম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন মাঝে মাঝে খচমচ শব্দে-,মগজে ভূতের আনাগোনা।দারুন উপমা।আমার পাতায় আমন্ত্রন।
ধন্যবাদ হে প্রিয়জন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সুযোগে পেলেই দেখা মেলে- সম্পর্কের বিসর্জিত রুপ, দুর্বল বালিকার দেহে- পুরুষ লুটে রমনের সুখ!....// ভালো লাগলো....
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নাঈম রেজা কেউবা নিয়ে আসে রঙিন স্বপ্ন- প্রেম নামক মিথ্যে আশা, উষ্ণ দেহে বাঁধে সে - ক্ষনিক যৌনতার বাসা। সব মিলে খুব ভাল হয়েছে
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে।
মাইনুল ইসলাম আলিফ খুব সুন্দর। ভাল লেগেছে। শুভ কামনা আর ভোট রইলো।পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো
অনিন্দ্য নূর বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা প্রিয় লেখক। আমার পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
ধন্যবাদ হে প্রিয়জন
মোঃ নিজাম উদ্দিন বাহ দারুন লেখনী। ভোট রেখে গেলাম। শুভকামনা প্রিয় লেখক। আমার পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো

৩০ সেপ্টেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫