জ্বলে সলজে

লাজ (জুন ২০১৮)

মোঃ মোখলেছুর রহমান
  • ১৪
  • ২১
অবশেষে তবুও আখিঁ তুললে না।
কেঁপে কেঁপে জেগে উঠে ধীবর রাগিনী সেতারে
ঘষে ঘষে সুর চকমকির মতো আগুন জ্বলে,
প্রত্যুষে পুড়ে অন্ধকারে হয় আলিঙ্গন;
নিজেকে পুড়ে পুড়ে অদ্বৈত অনলে।

কোন কালেও কি চাঁদ-সদাগর হেসেছিল!
ইন্দ্র-রাজ্যের সব চাপাবাজির গল্প জানে বেহুলা,
তবুও কী মুখ-তুলবেনা !সলজ অনিন্দিতা;
পায়ে পায়ে লেগে থাকে বেনুনীর মত পথ,
সে পথে সৌখিন সীমন্ত; অনেক প্রচলিত-
যৌবনের পরম ক্ষুধা ঈর্ষার ভিতরে
বেঁচে থাকে তাই লাজুকতার প্রথম শপথ।

বেদনার নীল রং বুঝে কী ফণী!
প্রহর গুনে গুনে ভেসে চলে রাত্রির ¯স্রোতে ,
শতাব্দীর পর শতাব্দী নয়,
এক জীবনের কালিদহ কতটা উত্তাল জান কী!

আযৌবন যে ব্যুহে বুক ঘষে ঘষে তক্ষক
রঞ্জিত করে অক্ষমতার দেয়াল-
কোন কালেও শার্সি চুইয়ে পড়েছিল
বিগলিত লাজুক প্রভা!

ছেদনে শ্লোক শাণিত হল বার বার
অনূঢ়া সম্পাদিকা ছাপলো না সে কবিতা
অশ্রুত পান্ডুলিপির মৌলিক কাহিনী।

শরতের শান্ত নদী বয়ে চলে সযতনে;
নামের পেছনে লেজুড় কৌম পদবী
হয়ে উঠা উঠলনা সলজ দরদী
কখনো কাঁদে কখনো হাসে সে পদবী
কখনো কেউ কেউ হয়ে পড়ি পদবীর লোক
ছেদন করে চলে অহোনিশি তক্ষক-শ্লোক।

হয়তোবা এমন হতনা!
ভয়ংকর সূচিতার কালো সাদা খেই
জড়াল দেহমন সলজ উল্লাসে,
মোহ বলি, দ্রোহ বলি একই মুদ্রার এপিঠ ওপিঠ
অচল মুদ্রা বলে চলেনি তোমার কাছে।

পুড়ে পুড়ে সুখ সেও তুমি জানো
মৃদু হাসি হাসো ক্ষণেক আনত নয়নে
কাঁটার আঁচড় ভুলে তুলে সে ফুল
সচকিত চেয়ে দেখি-
সলজ বদনে ফোটে আছে তখনো
অনিন্দ আকূল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ধন্যবাদ , একটি সুন্দর কবিতা উপহার দেবার জন্য । ভালবাসা আর শুভকামনা রইল সঙ্গে ভোট ।
দাদা,আপনার জন্যও অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা রইল।আলিফ ভাই,ছায়াদাত, হাফিজ খাঁন,আপনাদের বক্সে কেন জানি ঢুকতে পারছিনা।আপনাদের জন্যও শুভেচছা রইল।
হাফিজ খাঁন খুবই অসাধারণ লেগেছে।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) লজ্জার উপমা টা চমৎকার। আসলেই লজ্জা আমাদের ভাল মন্দ কে চিনতে শিখায় । সুন্দর সব্দ চয়ন। ভাল লাগা রইল ।
ARJUN SARMA ভালো লাগলো, ভোট দিলাম।
ভাল থাকুন সব সময় এই প্রার্থনা।
Shamima Sultana শুভেচ্ছা ও ভোট রইল আমার পাতায় আমন্ত্রণ
মোহন মিত্র ছেদনে শ্লোক শাণিত হল বার বার অনূঢ়া সম্পাদিকা ছাপলো না সে কবিতা অশ্রুত পান্ডুলিপির মৌলিক কাহিনী। - ভাবের সুন্দর ও অকপট প্রকাশ। শুভেচ্ছা ও ভোট রইল।
দাদা অশেষ শুভকামনা আপনার জন্য।
ওয়াহিদ মামুন লাভলু বেহুলার কথা বললেও যে লাজুক সে সহজে মুখ তুলবে না। পোড়ার মধ্যেও যে সুখ আছে, এটা যে জানে তার মুখে মৃদু হাসিটি বেমানান নয়। ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কাঁটার আঁচড় সহ্য করার মতো মন অর্জন করতে হবে। অনেক অনেক ভাল লাগল আপনার কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন মোখলেছুর রহমান ভাই। আপনার জন্য ভোট ও অশেষ শুভকামনা রইলো। ভাল থাকবেন।
নুরুন নাহার লিলিয়ান পুড়ে পুড়ে সুখ সে ও তুমি জানো ...।কবির জন্য শুভ কামনা ।ভাল লাগল আপনার কবিতা
মাইনুল ইসলাম আলিফ হয়তোবা এমন হতনা! ভয়ংকর সূচিতার কালো সাদা খেই জড়াল দেহমন সলজ উল্লাসে, মোহ বলি, দ্রোহ বলি একই মুদ্রার এপিঠ ওপিঠ অচল মুদ্রা বলে চলেনি তোমার কাছে।//অসাধারণ কবিতা মোখলেছ ভাই।শুভ কামনা আর ভোট রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সুপ্রিয় পাঠক, লজ্জাশীলগণ লজ্জায় আবৃত কিন্তু অন্তরে পুড়ে পুড়ে অঙ্গার , তবুও অটুট তার নিজ দৃষ্টিকোণ । মানুষের জীবন তো একটাই লাজ সেখানে মানবীয় ভূষণ যদিও তা কূড়ে কূড়ে খায় । অনুতাপ শোক প্রেম জয় পরাজয়ে জীবন কখনো শান্ত কখনো উত্তাল । মূলত সবারই কিছু না কিছু লাজ আছে তা না হলে মনুষ্য সমাজে চলা শক্ত এবং গুরু ভাগে টারাই বিজয়ী । বিষয়ের সাথে কবিতাটির এভাবেই সামঞ্জস্যর চেষ্টা করা হয়েছে ।

১৯ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪