দুই কর্মচারীর আলাপন

লাজ (জুন ২০১৮)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ২০
বেশ হাসিমুখ দেখছি তোমার কত নিলে ভাই
আরে বেশি নিতে পারি নাই এই সামান্য কিছু
তা কঠিন ছিল বুঝি এবারের খদ্দের তোমার
বলতেই পারো এ্যায়ছা কৃপণ ঘুরতে হয়েছে পিছু পিছু।

যা বলো তবুও তো পেয়েছ কিছু তুমি পকেটে মাল
কিন্তু আমার ভাগ্য খারাপ জোটে না খদ্দের মোটে
কি বলছ ভাই গতকালই না দেখলাম একজন তোমার টেবিলে
ঠিক দেখেছো কিন্তু কঠিন সে টাকা চাইলেই শুধু চটে।

ছেড়ে দিয়েছ ফাইল তবে একেবারে বিনা টাকাতে
আরে কি বলছ তুমি টাকা ছাড়া কভু ফাইল ছাড়ছিনে
ঠিক আছে এইত চাই শক্ত হতে হবে বুঝেছ ভাই
হ্যাঁ বুঝেছি ,কিভাবে মাল খসাতে হয় তা-কি আর আমি জানিনে।

তবে যাই বলো গত মাসে তুমি কিন্তু বেশি উপরি পেয়েছ
কিঞ্চিত সত্যি,কিন্তু তুমি তো এ মাসে আমাকে ছাড়ালে
তা ঠিক অবশ্য এজন্য আমাকে কঠিন হতে হয়েছে বেশ
আমিও এবার কঠিন হবো,কিন্তু লোকজন বলে আড়ালে।

থামলে যে,কি বলে আড়ালে বলো না একবার ভাই
আমরা নাকি ঘুষখোর টাকা খাই ফাইল আটকে
আরে যে যাই বলুক শুন না ওসব আমরা টাকা চাই
কিন্তু লোকজন বলে আমরাও যাব নাকি ফাইলের মতো আটকে।

আরে ওসব বিশ্বাস কর না ওরা মিথ্যা বলে
তবু ও কানে তো আর তুলো দিতে পারি না তাই হয় শুনতে
তাহলে তুমি ছেড়ে দাও এসব বউ তাড়ালে তখন বুঝবে
কি বলছ ভাই আমি তো তা বলিনি,পারবো না মধুর পথ ছাড়তে।

এইত এসেছ পথে আমার কথা শোন এবার মন দিয়ে
কি বলবে বল না ভাই যদি কোনো উপদেশ থাকে
উপদেশ আর কি তবে বলি ফাইল যেন ছাড় না ভুলে
না না ভুল হবে না ফাঁকি দিতে পারবে না আমাকে।

ঠিক আছে তবে শোন এবার একটা সত্যি গল্প
কি গল্প বলবে ভাই তাড়াতাড়ি বল আমার যে ধৈর্য্য নাই
সবুর কর মনোযোগ দাও উপকার হবে তোমার এতে
আচ্ছা বল এবার এ থেকে উপরি কামাবার বুদ্ধি যদি পাই।

সঠিক ধরেছ তুমি,গতবার উপরি নেওয়ার গল্প এটা
কিভাবে পটালে খদ্দের বোকা জনগনকে বলো ভায়া
বেশি কিছু নয় বলেছিলাম স্যার কিছু চায় যদি না পায় ফাইল যাবে আটকে
এতটুকুতেই কাজ হল আমি কি বোকা দেখাই তাদের মায়া।

তুমি আসলেই বোকা বোঝ না সরকারি চাকুরী করছি কেন
এবার বুঝেছি ভাই উপরি আছে তাই ,আর হবে না ভুল
ঠিক ধরেছ এ জন্যেই তো বউ –বাচ্চা নিয়ে আছি বেশ
তাইতো বলি ভাই বোকা জনগন বোঝে না সরকারি চাকুরী এক মায়াবী ফুল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ অন্যরকম ভাবনার এক কবিতা।ভাল লাগলো ভাই।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
অনেক ধন‌্যবাদ।শুভেচ্ছা নেবেন।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে কবিতা। আমার পাতায় আমন্ত্রণ রইল
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত এককথায় আমি মুগ্ধ । অনেক অনেক শুভকামনা সঙ্গে ভোট ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ লিখলেন যেন কবি, ভালো লাগলো কবিতা।
ওয়াহিদ মামুন লাভলু লোকজন যেমন বলে তেমনি ঘুষখোররাও যদি ফাইলের মতো আটকে যেত তবে খুব ভাল হতো। সরকারি চাকরি সত্যিই এক মায়াবী ফুল। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
Shamima Sultana খুব ভাল লাগল
মোঃ মোখলেছুর রহমান মারপ্যাচের দুনিয়া বুঝা মুশকিল,ভাল লাগল কবিতা সাথে ভোট।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতার মাধ‌্যমে লাজ লজ্জাহীন কলুষিত সমাজের চিত্র দুই জন কর্মচারীর আলাপনের মাধ‌্যমে তুলে ধরা হয়েছে।তাই রুপক এই কবিতাটি বিষয়ের সাথে নিপুন ভাবে সামঞ্জস‌্য পূর্ণ।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫