হায় স্বাধীনতা

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

আহমেদ সাবের
  • ৬৭
চারটি দশক শুধু, তবু মনে হয় চার লক্ষ আলো বর্ষ আগে
এই পথ দিয়ে হেটে গেছি রাইফেল কাঁধে। জীবনকে বাজি রেখে
লড়েছি শত্রুর সাথে, শৃঙ্খল ছেঁড়ার স্বপ্নে দুরুদুরু কম্পমান বুকে।
সারা দেশ ঐক্যবদ্ধ, এক সুর, এক তান, এক গান স্বাধীনতা, স্বাধীনতা -
জাতি, ধর্ম নির্বিশেষে সকলের স্বাধীনতা। সাথীরা দিয়েছে প্রাণ বলে
সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছি পৃথিবীর বুকে, মৈনাকের মতো।


হায় স্বাধীনতা!
ভোরের আলোকটুকু ফোটবার আগে, কালো মেঘ ঘিরে ঘিরে আসে।
আড়ালে লুকানো সব জুডাসেরা, উন্মাতাল হয়ে উঠে রক্ত গন্ধে।
ওরা আমাদের পিতা, প্রপিতামহের টুপি, দাঁড়ি, পাঞ্জাবীর অপমান করে
মেতেছিল হত্যা যজ্ঞে। আজ সে কথা বললে নাকি অপমান হয়
টুপি, দাঁড়ি, পাঞ্জাবীর। হায়! অপকর্মে অপমান নয়, অপমান অন্যায় প্রকাশে।
পুতুল নাচের গূঢ়তত্ত্ব জানা হয়ে গেছে বহুবার, বহু কাল আগে।


হায় স্বাধীনতা!
আমার প্রিয় ধর্ম, শান্তির ধর্মকে অপমান করে ওরা নেমেছিলো হত্যাযজ্ঞে ।
আমার প্রিয় আল্লাহ আর রসুলের বানীর অপব্যাখ্যা করে,
মানবতাকে লুণ্ঠিত করে; অন্যের সম্পদে ভাগ বসায় গনিমতের মাল বলে।
বিচার চাইতে গেলে তারা, আবার ফিরিয়ে আনে একাত্তরের কালো রাত্রি -
ঘর পুড়ে, আমার সবুজ মানচিত্র আবার রঞ্জিত হয় নিরপরাধীর পুত রক্তে।
পুতুল নাচের গূঢ়তত্ত্ব জানা হয়ে গেছে বহুবার, বহু কাল আগে।


শহীদেরা, তোমরাই ভালো আছো, শহীদি দরজা পেয়ে মৃত্যুর ওপারে।
আমরা এখনো যারা ধুঁকে ধুঁকে টিকে আছি, অপমানে নীল হই; নীলকন্ঠ হই
বিষের পেয়ালা মুখে প্রতিদিন - বেঁচে থাকি শত্রু বুহ্যে গ্যালিলিও হয়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শিউলী আক্তার আমার সবুজ মানচিত্র আবার রঞ্জিত হয় নিরপরাধীর পুত রক্তে। পুতুল নাচের গূঢ়তত্ত্ব জানা হয়ে গেছে বহুবার, বহু কাল আগে। -------- সাবের ভাই ভাবিয়ে তুললেন কবিতা দিয়ে ! আসলে আমরা সবাই অপেক্ষায় আছি সত্যিকার মুক্তির প্রতীক্ষায় ।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ শিউলী আক্তার। শুভেচ্ছা জানবেন।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১২
হাসান মসফিক আপনার "হায় স্বাধীনতা" কথাটা আমাকে ভালো ঠ্যালা দিছে। তবে, স্বাধীনতার পরের এই রূপ দেখে খোদ স্বাধীনতাও বোধয় বেশ শরমিন্দা হয়ে আছে! শুভেচ্ছা আপনাকে।
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ হাসান মসফিক। আপনার "হায় স্বাধীনতা" কথাটা আমাকে ভালো ঠ্যালা দিছে। "তবে, স্বাধীনতার পরের এই রূপ দেখে খোদ স্বাধীনতাও বোধয় বেশ শরমিন্দা হয়ে আছে! " - তার সাথে দেশের বিবেকবান মানুষেরা। ভালো থাকবেন।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১২
মোহসিনা বেগম কবিতার নামে একটি চাপা হতাশা বিরাজমান । মনে প্রশ্ন জাগে সত্যিকারের স্বাধীনতার আনন্দ আমরা কবে পাব ? বলতে পারেন কবি ?
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ মোহসিনা বেগম। কয়েক মাস আপনার লেখা দেখছি না। আশা করি আগামী সংখ্যায় দেখতে পাবো। "সত্যিকারের স্বাধীনতার আনন্দ আমরা কবে পাব ?" - উত্তরটা আমারো জানা নেই। ভালো থাকবেন।
ভালো লাগেনি ২৪ ডিসেম্বর, ২০১২
জেবুন্নেছা জেবু হায় স্বাধীনতা! ভোরের আলোকটুকু ফোটবার আগে, কালো মেঘ ঘিরে ঘিরে আসে। আড়ালে লুকানো সব জুডাসেরা, উন্মাতাল হয়ে উঠে রক্ত গন্ধে। ------------ অসাধারন একটি কবিতা পড়লাম । সালাম কবি ।
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ জেবুন্নেছা জেবু । শুভেচ্ছা থাকলো।
ভালো লাগেনি ২১ ডিসেম্বর, ২০১২
অজয় তবু মনে হয় চার লক্ষ আলো বর্ষ আগে এই পথ দিয়ে হেটে গেছি রাইফেল কাঁধে। জীবনকে বাজি রেখে লড়েছি শত্রুর সাথে, শৃঙ্খল ছেঁড়ার স্বপ্নে দুরুদুরু কম্পমান বুকে'' অসাধারণ
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ অজয়। শুভকামনা থাকলো।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
এস, এম, ইমদাদুল ইসলাম " শহীদেরা, তোমরাই ভালো আছো, শহীদি দরজা পেয়ে মৃত্যুর ওপারে। আমরা এখনো যারা ধুঁকে ধুঁকে টিকে আছি, অপমানে নীল হই " সাবের ভাই ঠিকই বলেছেন । ওরা শহীদ হয়ে বেচে গেছে । বেচে থাকলে আমাদের এই ছোট্ট চি--কুত --কুত খেলার উঠোনে অবোধ বালিকাদের চি ---কুত---কুত খেলা নামক উপহাস দেখে কষ্ট পেত । ঠিক আমি আপনি যেমন কষ্ট পাচ্ছি নানাবিধ অপমানের জ্বালায় প্রতিনিয়ত ।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ ইমদাদুল ইসলাম ভাই। পুরো সিষ্টেম নকল মুক্তিযোদ্ধা আর রাজাকার মিলে ডালে/চালে মিশানো খিচুড়ি হয়ে গেছে। ভালো থাকবেন।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
সিপাহী রেজা ভালো লাগলো...
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ সিপাহী রেজা। ব্যস্ত কবির দেখা মিললো অনেকদিন পর। শুভকামনা নিরন্তর।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
কিযে বলেন না আপনি, আমি আবার ব্যস্ত কোথায়। ওই বাঙ্গালিয়ানার স্বভাব থেকেই মাঝে মাঝে ইজি কাজে একটু বিজি থাকা হয় এই আরকি। ভালো থাকবেন অবশ্যই।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১২
রনীল কবিতা লেখার চেস্টা করছি গত ক'দিন ধরে... এতক্ষণ কিছু কবিতা পড়ে একটা ধারণা হয়েছিল- কবিতা লেখার জন্য ইমাজিনেশন আর সৃষ্টিশীলতা থাকাটা খুব জরুরি... এই কবিতাটি পড়ে মনে হল- কবিদের জন্য সবচেয়ে জরুরি হলো- সততা, নিজের বিবেকের কাছে পরিস্কার থাকা... আর হ্যা, ভুক্তভোগীকে নিরপেক্ষতার কথা বলার মত অযৌক্তিক আর কিছুই হতে পারেনা ...
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ রনীল। হ্যাঁ, "কবিতা লেখার জন্য ইমাজিনেশন আর সৃষ্টিশীলতা " অবশ্যই প্রয়োজন। আর কবি যেহেতু একজন মানুষ, "সততা, নিজের বিবেকের কাছে পরিষ্কার" অবশ্যই থাকতে হবে। আর আমরা আসলে কেউ কি নিরপেক্ষ? শুভকামনা থাকলো।
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১২
মো. ইকবাল হোসেন 'অপকর্মে অপমান নয়, অপমান অন্যায় প্রকাশে।' সত্যিই এক বিচিত্র দেশে বসবাস করি যেখানে বিচিত্র বলে কনো কিছুই থুঁজে পাওয়া যায় না।আপনার লেখার বরাবরই ভক্ত আমি।খুব ভাল লাগল।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ Md.Iqbal Hossain । সেলুকাশ, বিচিত্র 'এ দেশ। যেখানে আমরা দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধীদের প্রধানমন্ত্রী/মন্ত্রী বানাই। আর জীবিত মুক্তিযোদ্ধারা "বেঁচে থাকি শত্রু বুহ্যে গ্যালিলিও হয়ে "।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২
ভাবনা শহীদেরা, তোমরাই ভালো আছো, শহীদি দরজা পেয়ে মৃত্যুর ওপারে। আমরা এখনো যারা ধুঁকে ধুঁকে টিকে আছি, অপমানে নীল হই; নীলকন্ঠ হই বিষের পেয়ালা মুখে প্রতিদিন - বেঁচে থাকি শত্রু বুহ্যে গ্যালিলিও হয়ে । ----------- অনেক অনেক উচ্চ মান সম্পন্ন লেখা । কবিকে সালাম ।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১২
ধন্যবাদ ভাবনা। ভালো থাকবেন।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১২

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪