হামিম কামাল-এর আতীতিক উপর সিপাহী রেজা কমেন্ট করেছেঃ গল্পকবিতায় এই প্রথম একটা গল্প আমাকে টান মারলো। শুরুর দিকে এই সাইটে গল্প পড়ে খুব হতাস ছিলাম, তারপর আর গল্পের সেকশনে আসা হয় নাই। হুট করে আইজ এই গল্প পড়তাম। দিল খুশ। এখন মনে হচ্ছে শুধু আপনার গল্প পড়ার জন্য হলেও আসতে হবে গল্পের সেকশনে। আপনি গল্পে অনেক নাম করব... আরও দেখুনগল্পকবিতায় এই প্রথম একটা গল্প আমাকে টান মারলো। শুরুর দিকে এই সাইটে গল্প পড়ে খুব হতাস ছিলাম, তারপর আর গল্পের সেকশনে আসা হয় নাই। হুট করে আইজ এই গল্প পড়তাম। দিল খুশ। এখন মনে হচ্ছে শুধু আপনার গল্প পড়ার জন্য হলেও আসতে হবে গল্পের সেকশনে। আপনি গল্পে অনেক নাম করবেন, আমি বুঝে ফেলেছি। শুভকামনা থাকল।
সিপাহী রেজা-এর সত্য বই মিথ্যা নয় উপর সিপাহী রেজা কমেন্ট করেছেঃ এই মন্তব্য করার আগে, এই মাসের সংখ্যার নাম নিয়ে বলেন। লেখা যেভাবে চাইবে সেভাবেই দেওয়া হয় মূলত। অন্যভাবেও লেখা যায়, সেটা আপনে বুঝবেন অন্যকেউ বুঝবে না। তাতে লাভ কী!
সিপাহী রেজা-এর সত্য বই মিথ্যা নয় উপর সিপাহী রেজা কমেন্ট করেছেঃ আপনি যখন কবির ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করতে যাবেন তখন "কবি" হিসেবে নয় আলাদা ব্যক্তিসত্তা হিসেবেই বিচার করা জরুরী, নইলে আপনার মতো এমন ভ্রান্ত ও শিশুসুলভ ভাবনা আপনাকে সকলের কাছে ক্রমান্বয়ে অর্বাচীন হিসেবে পরিচয় করিয়ে দিবে। ভালো থাকবেন।
মন্তব্য করুন