প্রভু জানতেন, পৃথিবীর কোমল শরীর একদিন উচ্চকিত হবে, মানুষের মুখর কল্লোলে - তাই তিলোত্তমা করে তিনি গড়লেন বনভূমি। স্বর্গের উদ্যান থেকে বিতাড়িত আমাদের আদিম পুরুষ ঠাঁই পেয়েছিল সেই অরণ্যের অনাবৃত বুকে - সন্তানের স্নেহে।
তার পর কেটে গেছে কত কাল, কত লক্ষ নক্ষত্রের গান ছুঁয়ে গেছে বহুবার পৃথিবীর শ্যামল ক্যানোপি। সবুজে রচিত হল কত গান কত কাব্য গাঁথা, প্রস্তরে খোদিত হল কত চিত্র, লেখা হল হাজার সিম্ফনি, শ্যামের নিঠুর বাঁশী ব্যাকুল করেছে কত রাধিকার মন।
বয়সের ভারে ক্লান্ত পৃথিবীর বুকে শালিকের চঞ্চলতা আজ - শাইলক হাতে নেয় ক্ষুধিত কুঠার, জুডাসের অস্থিরতা বাড়ে। বিটোফেন নির্বাসিত, হোমারেরা একলব্য, রাধিকারা হত; পৃথিবীর মাটি পোড়ে সীমাহীন লোভের লাভায়; সবুজ বৃক্ষের শবে বেড়ে উঠে বর্ণহীন উটের মিছিল।
'ফিরে দাও সে অরণ্য, লহ এ নগর' - বলে হৃদয় গভীরে পিতামহ কেঁদে উঠে, সবুজের আর্তি বুকে - মরুর ধুসরে সেই পথহারা কাফেলার সারথির মত; আদিগন্ত সমুদ্রের বুকে দূরবীন চোখে সবুজ ভূমির জন্য লালায়িত নাবিকের মত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন
সাবের চাচা, এখন তো আর আগের মতো সেই নিয়ম নেই...... তো আপনি ভোট বন্ধ রাখেন কেন? এ কবিতায় বিচারকরা কত নম্বর দেয় আমার খুব দেখবার শখ হচ্ছিল...! কবিতা সোজা পছন্দে। গভীর একটা বিষয় কি সুন্দর করেই না সহজ ভাষায় বললেন। আর শেষ প্যারাটায় আমি শব্দ কিংবা এই ধরনের একটা কিছু ঢুকিয়ে অথবা লাইন ভেঙ্গে উপরের প্যারাগুলোর মতো আর একটু স্পষ্ট করা যায় কিনা...... কারণ পড়তে যেয়ে মিলিয়ে পড়া যাচ্ছে না...। নিরন্তর ভালো থাকুন এই কামনায় নাহিদ।
ধন্যবাদ নাহিদ। শেষ প্যারাটা নিয়ে আমারও অতৃপ্তি ছিল। উপমাগুলো আরও সহজ করে লিখতে চেয়েছিলাম। কিন্তু পেরে উঠিনি। তোমার মন্তব্যে সেটা জানতে পেরে নিজের বিশ্বাসটা দৃঢ় হল। শুভেচ্ছা রইল।
নুরুল্লাহ মাসুম
কবিতাটি নিয়ে বেশ আরোচনা হয়েছে। ভাল লাগলো। আমি কবিতা নিয়ে বিতর্ক পছন্দ করি না। কবি তার মনের কথা বলতে চেয়েছেন, পাঠক তা বুঝতে পারল কি না, সেউটেই বিবেচ্য আমার কাছে। সাবে সাহেবের কবিতার গাথুনী বেশ সুন্দর। বিশেষ করে:
"ফিরে দাও সে অরণ্য, লহ এ নগর' - বলে হৃদয় গভীরে
পিতামহ কেঁদে উঠে, সবুজের আর্তি বুকে -
মরুর ধুসরে সেই পথহারা কাফেলার সারথির মত;
আদিগন্ত সমুদ্রের বুকে দূরবীন চোখে
সবুজ ভূমির জন্য লালায়িত নাবিকের মত। "
এর থেকে বাস্তবতা আর কি হতে পারে?
ভাল লাগলো সাবের ভাই। ভাল তাকবেন নিরন্তর।
ধন্যবাদ Nurullah Masum ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। কবিতা নিয়ে বিতর্কে আমার আপত্তি নেই। আমি তো সর্বজ্ঞ নই। কেউ আমার ভুল ধরিয়ে দিলে আমি আনন্দিত হই। তবে, সেটা কবিতাতে সীমাবদ্ধ থেকে ব্যক্তি পর্যায়ে না গড়ালেই হল। আপনার শুভকামনা করি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।