সীমারেখা

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ৩৫
খুব জানতে ইচ্ছে করে এখনো কি তেমন আছো তুমি
খুব জানতে ইচ্ছে করে এখনো কি বাড়ে আমার প্রতি তোমার নৈশব্দের নিশ্চল অনুভূতি?
খেয়ালি আকাশ ছুঁয়ে যায় রক্তাক্ত ক্যাম্পাস, বৃষ্টি ভেজা মন মানেনা কোন নিয়মনীতি, প্রণয়
কল্পনাতে প্রতিনিয়ত নিপুণ ছদ্মবেশ, দ্বীপান্তরিত পথে বিজলি ছুয়ে গেলে-ই বাড়িয়ে দেয় বিষণ্নতার অতৃপ্ত অভিমান;
স্পর্শের অন্তরালে হলুদ, কমলা, আকাশী, বেগুনী আহা কত রঙ!
যত রঙে ভিজিয়ে দিতে পারো তুমি স্নেহ- মায়াজাল
তত রঙ-ই খেলে যায় সিরাপে সাজানো স্মৃতির এ্যালবাম,
তত রঙের মিশ্রণে-ই সৃষ্টি হয় জলরঙ!
ইচ্ছের প্রলাপ ধূলোমাটির বুকে বেদনা আঁকে নিদারুণ
যেমন করে উত্তাল পাতাল ঢেউ খেলে যায় শ্রাবণের গাঙ,
তেমনি হতে পারো পাশান তুমি, পাশান তোমার অনুভূতির নির্যাস মন!

এখনো কানপেতে রাখি বাতাসে যতটুকু দৃষ্টি যায় সীমারেখায়
স্বতঃস্ফূর্তভাবে দৃপ্তিময় আভা প্রবালভাবে যেখানে থমকে দাঁড়াই
যতদূর গিয়ে টেমপ্লেটে যুক্ত হয় গাঢ় মেঘের উষ্ণতা,
ততবার-ই স্মৃতির পলক বয়ে আনে তোমার এক একটি ছলনার উদারতা
ততবার-ই বিরহের সমীকরণ মেপে নেয় আখি ভেজা বৃষ্টির গভীরতা।

এখনো আগলে রাখি কত উপমা, কত নিশীথিনীর সুর
আগলে রাখি নির্বাক বর্ণমালার বুকে জেগে উঠা ফুরসৎ মেঘ,
তীব্র শীতের শিশির মাড়িয়ে সাজিয়ে নিই বিশ্বাসহীনতার মানচিত্র;
যেখানে এক একটি গল্প যেন এক একটি আকাশ ভাঙা শব্দ,
এক একটি শব্দ যেন বেয়নেটের এক একটি বিস্ফারিত রক্তস্রোত।

কিন্তু জানো নিরুপমা, এ অবধারিত রাত পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে সাজিয়ে নেয় পৃথিবীকে,
যেখানে এক একটি নক্ষত্র পৃথিবীকে এক এক রকমে সাজায়
সৃষ্টিলগ্ন থেকে এক এক রকমে ভালোবাসার প্রয়াস ঘটায়;
অথচ সে রাতও একসময় ঘুমিয়ে পড়ে পৃথিবীর বুকে,
আর আমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে থাকি তোমার ছলনার কল্পলোকের দিকে
এ অবহেলার শহরে জন্ম নেওয়া আজন্ম বিষাদের দিকে,
তবুও তোমার আসার প্রতিশ্রুতি বুকে এসে বিঁধে
তোমার নৈশব্দের স্মৃতিচারণ নিরুপায় তুলে আনে।

না হয় তোমার অপেক্ষায় আজো খুব ভিজবো
আশ্চর্য হয়ে চোখের বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকবো,
দাঁড়ি, কমা, কোলন, ডেস কিছুই আজ আমাকে থমকে রাখতে পারবে না
তৃষ্ণাত্ব জলের নেশায় আর কাউকে এক ফোঁটা কষ্টও দিবো না;
যদি একটু আঁধার ফাঁক করে কাঁচ ভাঙা হৃদয়ের জোড়া দাও,
যদি একটু ভালোবাসার উচ্ছ্বাস সমীকরণ এ বুকের এপিটাফে নতুন করে সাজিয়ে নাও।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর নুরে আলম ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল। উপমার রঙতুলি ইচ্ছেমতে খুব করেই ঘোরাচ্ছেন দক্ষতার সাথে। সেজন্যও বেশ ভাল লাগছে। ভাললাগা রইল বেশ করে...
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৮
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) শুভ কামনা সব সময় ভাই। লেখা সব সময় অসাধারন ।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৮
তানভীর আহমেদ শুভ কামনা
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৮
ভালোবাসা ভাই
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
নাহিদ জাকী না হয় তোমার অপেক্ষায় আজো খুব ভিজবো আশ্চর্য হয়ে চোখের বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকবো, দাঁড়ি, কমা, কোলন, ডেস কিছুই আজ আমাকে থমকে রাখতে পারবে না.... দারুণ লাগলো!
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৮
অনেক শ্রদ্ধা শ্রদ্ধেয়।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
Lutful Bari Panna তোমার হাতটি এক বছরে বহুদূর এগিয়ে গিয়েছে। আরো সামনে এগিয়ে যাও। শুভ কামনা থাকলো। এটা একটা দুর্দান্ত লেখা।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৮
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো লেখার জন্য চেষ্টা করি, তবে আধো এগিয়ে যেতে পারিনি মনে হয়। তবে নিয়মিত আপনাদের লেখা পড়লে পারবো ইনশাআল্লাহ।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
মোঃ মোখলেছুর রহমান অনেক ভাল কবিতা,ভোট ও শুভকামনা।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৮
নিরন্তর ভালোবাসা দাদাভাই। ভালো থাকুন দাদাভাই
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮
মাইনুল ইসলাম আলিফ বরাবরের মতোই মুগ্ধতা রেখে গেলাম।সুন্দর কবিতা নুরে আলম ভাই।"পাষাণ" বানানটা বোধ হয় এরকম, যদি আমার ভুল না হয়ে থাকে।শুভ কামনা রইল।ভোট রইল।আসবেন আমার পাতায়।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন ।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৮

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমাদের সবকিছুর আলাদা একটা সীমানা থাকে। যেমন সীমানা থাকে রাতের। রাত যত-ই অন্ধকারাচ্ছন্ন মেঘে কিংবা অমাবস্যায় ঢেকে থাকুক না কেন, ঠিক একসময় আলো আসবে-ই। পৃথিবীকে সে আলোকিত করবে-ই। জীবনেরও এমন কিছুপরিমাণ সীমানা থাকে। সীমানা থাকে শৈশবের, কৌশরের কিংবা যৌবনের, অতঃপর অন্তিমলগ্নের তার সাথে সুখ-দুঃখ, হাসি-কান্নারও। যদি সেখানে ভালোবাসার কথা বলি, তাহলে হৃদয় সেখানেও এক ধরণের অনুভূতির খেয়াল আঁকে। যেখানে কিছু অনুশোচনা, কিছু অভিমান আর কিছু বিষণ্নতা প্রতিনিয়ত এক এক রকমে এক এক রঙে সীমারেখা আঁকে। যদি এই অভিমান, অনুশোচনা এবং বিষণ্নতাকে আঁধার ভাবি, তাহলে সে বিরহের অন্তরালে জেগে উঠা বাস্তবতাকে আলো বলি। -) "সীমারেখা" এ কবিতাটির ভিতরে জেগে উঠা অভিমানকে যদি আঁধার বলি, তাহলে তার আশ্বাস কিংবা প্রত্যাশার দৃষ্টিপাত কেবল সীমারেখার প্রলাপ মাত্র। সুতরাং "সীমারেখা" কবিতাটি ব্যাখ্যা করলে সম্পূর্ণ "আঁধার" বিষয়ের সাথে সামঞ্জস্যতা পাবে বলে আশা করি।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী