ওহে বাবু ! দুটো টাকা দিবেন ?!

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

Rashed Chowdhury
  • ১৩
  • ৮৩
ওহে বাবু ! দুটো টাকা দিবেন ?!
খাইতে পারিনি কিছু সকাল থেকে এহেন সন্ধ্যায়
বাড়িতে বিবি আছে খিদেয় প্রাণ যায়।
ছেলেটা শ্কুলে পরে বই কিনে দিবো
একবেলা চালডালে মিলে মিশে খাবো।

কোর্ট পড়া বাবু মশাই বড়োই ব্যাস্ত
পারিলে থাপ্পড় দিয়ে ফেলে দাঁত আস্ত।

পথের ভিখিরি সে মনে ব্যাথা নিয়ে
ধীর পায়ে চলে যায় মিষ্টি হাসি দিয়ে।

ওহে ম্যাডাম ! দুটো টাকা দিবেন ?
এক প্লেট ভাত খাবো ,
কি বেটা বেক্কল -নেই কোনো আক্কল !
দুটাকায় হয়কি ভাত প্লেট এক।
যত্ত সব বদমাশ ,খেয়ে কোনো কাজ নেই !!
দূর হ নইলে পায়ের জুতা পড়িবে তোর গালে


আবারও সে মৃদু হেসে চলে অন্য দ্বারে। !!
ও সার ! দেন না দুটা টাকা !
কেন হে ভিখিরি সামান্য দুটাকাতে করিবে কি শুনি ?
স্যার ছেলেটা স্কুলে পরে কিনে দিবো বই
বৌটা না খেয়ে মরে নিয়ে যাব চাল
আমি বেটা নাই খাই - ক্ষতি নেই তাতে ,
মালিককে টাকা কুড়ি দিতে হবে রাতে ,

ভদ্র মশায় এবার একটু কাছে এসে -
টাকা কত করেছো রুজি জানতে চায় হেসে !
হয়নি বেশি বাবু চল্লিশের উপরে দুই
ওহ ! আচ্ছা ! এই নাও শত টাকা
ফিরে দাও হাফ - বাকিটা রেখে দাও

ভিখিরি বড়োই খুশি শত টাকা পেয়ে
বুঝিল এটা জাল টাকা দোকানেতে গিয়ে।
ভিখিরির চোখে জল -পকেটটা খালি
লোকে সবে পাগল ভেবে দেয় হাতে তালি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিয়াজ উদ্দিন সুমন চালিয়ে যান, সাথে আছি... শুভ কামনা কবি
ভালো লাগেনি ২৮ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ জনাব , দীর্ঘ সময় বাহিরে ছিলাম চাইলেও সময় বের করতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত লেখার জন্য।
তানি হক Dharona ta *
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
তানি হক Apnar kobitar dhsronata khubi valo chilo.. Seshe Ekta chomok chilo.. Niyomito likhben..o kobita porben ... In sha Allah.. Aro onek valo likhte parben... Agamir jonno shuvokamona roilo... Dhonnobad
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
thanks my dear, Inshallah I will try to give my best, actually I wrote this poem before 8 eight years ago, and now I am publishig this,
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৬
সমাধিরঞ্জন ভাই জাকির, কোন লেখক/কবি তার সহ-বন্ধুকে কখনো কোন ভাবেই ব্যথা দেয় না। চিঠিটা আরেকবার পড়লেই হয়তো কিছুটা বোধগম্য হবে। শুধু বানান নয়, আরও অসঙ্গতির ব্যাপারে বলার ছিল। পত্র দীর্ঘ হতো বলে দাড়ি টেনেছিলাম। কবিতার বিষয়বস্তু ভালো। নির্দলিয় হয়ে স্বীকার করতেই হবে, ছন্দের অভাব। যেমন আস্ত আর ব্যাস্ত কী করে মেলে? কিনে দিবো, মিশে খাবো (দিবো এবং খাবো) ইত্যাদি। কবিতা অমিত্রাক্ষর হলেই ছন্দ থাকবে না? আর, এক পলের জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার কাছে এক বছরের আয়ু চাওয়া হয়েছে! এটা তো অনস্ব্বীকার্য প্রত্যেক লেখক/কবির নিজস্ব ধারা আছে, নইলে ভিড়ে জায়গা করা মুশকিল। এই সাইটে যাঁরা লেখা দেন তাঁরা কি কেউ প্রাইজের লোভে দেন? আর কোথাও কি হয়? আমার জানা নেই। যদি কারো নাম জানা যায়, জানালে খুশি হব। লেখার সঙ্গে বয়সের আপেক্ষিকতা আছে? জানা নেই। আমার শুধু আফসোস হয় এ জীবনে কতো কিছু জানা হল না। চুল দাড়ি রাঙিয়েও কিছু হল না। সবাই যদি সমালোচনাকে আঘাত হিসেবে নিত, মানুষ এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেরকম হয়নি। আর একটা কথা, অন্ধ আমাকে চোখ খুলে সৃষ্টিকর্তার অভ্যন্তরে প্রবেশ করার উপদেশ দেওয়া হয়েছে। তা সম্ভব নয়, কেননা আমি জাত ধর্ম বর্ণ বা কোন রকম অজ্ঞাত অলৌকিক শক্তিতে বিশ্বাসী নই। সব কিছুই বৈজ্ঞানিক নিয়মে চালিত। নমস্কার।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৬
সমাধিরঞ্জন অত্যন্ত দুঃখিত, ভাই মোঃ জাকির, তোমায় খুশি করতে পারলাম না। আমার কড়া সমালোচনার জন্যে হয়তো ভালো লাগবে না। যাঁরা তোমার প্রশংসা করেছেন, আর একবার কবিতাটি (এ কী কবিতা?) পড়ুন। এতো বানান ভুল। তার ওপরে সাধু চলতি ভাষার মিশ্রণ। একই শব্দ দুই জায়গায় দুরকমের বানান। উদাহরণ দিচ্ছি, কোথাও দুটো কোথাও দুটা, স্কুলে পরে (না পড়ে), কোর্ট (কোট পরা), ব্যাস্ত (হবে ব্যস্ত), কখনো সার বা কখনো স্যার (হবে স্যর), কোন ম্যডাম জুতা (জুতো) বলে। এরকম অজস্র ভুল ভুল আর ভুল। ছবি দেখে মনে হয় সবে পরিণত। তবুও অনেকটা পথ যেতে হবে। কবির পড়াশুনো দরকার। বছর খানেক লেখা লেখি থেকে বিরত থাকলে ভালো হয়। নইলে আমি উপদেশ দেবার কে?
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ জবাব, আমি আপনার মন্তব্যে খুবই খুশি হয়েছি, আমি গুগল ট্রান্সলেট থেকে লিখি তাই বানান গুলো কখনো ওই ভাবে দেখা হয়নি কিন্তু আমি একটা বিষয়ে ব্যাথিত হয়েছি সেটা হলো আপনি সমালোচনা করেন সেটা কাউকে অনুপ্রাণিত করতে যেন সাহায্য করে কিন্তু সেই সমালোচনার একটা সীমানা থাকে,পরবর্তীতে চেষ্টা করবো শুধরিয়ে লেখার জন্য ,আর আপনি যে সাজেশন দিয়েছেন সেটার জন্য সত্যি বলছি আমি খুবই অনুপ্রাণিত হয়েছি তবে আপনি যে বলেছেন এক বছর বিরত থাকতে সেটা কোন জ্ঞানে বলেছেন আমার জানা নেই ,আমি এখানে গল্পকবিতা লিখি কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়, আর একবছর পর যে আমি বেঁচে থাকবো সেটার কি আপনি গ্যারান্টি দিতে পারবেন ? আমি জানি আপনি অনেক সিনিয়র পারসন কিন্তু আপনি একবার ভেবে বলুন যে ভুল আপনি ধরেছেন সেগুলো নিতান্তই বানানের কিন্তু একবারও কি আপনার এইটা মনে হয় নি যে কবিতাটির বিষয় বস্তূ নিয়ে ভাবতে , সমালোচনা করা ভালো কিন্তু একটি কথা মনে রাখবেন সমালোচনা যারা করে তারা একসময় সৃষ্টিকর্তারও ভুল ধরে আর আপনি তো শুধু ওই গুলোই দেখলেন একবার চোখ খুলে তার ভিতরে প্রবেশের চেষ্টা করুন , আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছেন , লেখক হতে কোনো বয়সের দরকার নেই ,মুখে শুধু গোফ গজালে আর কালো চুল সাদা হলেই হয় না ,
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৬
পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক যা লিখে গিয়েছেন সেটা তাদের মতো করে কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো ,গল্প কবিতা যাইহোক না কেন এখানে সাধু চলিত ভাষার মিশ্রণ কিংবা শব্দের মিশ্রণ এগুলো নিতান্তই একটা মামুলি বিষয় ,আমি আমার মতো করে লিখি আমি আমার মতো করে ভাবি তাতে কে কি বলে কিংবা কে কি ভাবে সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই ,
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৬
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) লেখা টা পড়ে কল্পনায় ডুবে ভাবছি অনেক কিছুই ।সন্দর লেখা । শুভেচ্ছা ।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ জানবেন হে আমার প্রিয় জনাব
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর বেশ হয়েছে রে ভাই আমিও যাই বলি,বলো নাকো আগাতে এক পা পিছে দু'পা টলি। অনেক শুভ কামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রন।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ হে জনাব , আপনার মন্তব্যে হৃদয় আমার বড়োই তুষ্ট -যা মুছে দেয় দীর্ঘ সময়ের জমানো সব কষ্ট ,চলিতেই চাহি আমি-থামিব নাহি কভু - মরণেও প্রার্থনা করিব- ক্ষমা কর প্রভু। জমা ছিল যত প্রেম কাকে গেছে খেয়ে - বিনিময় একটি কলম গিয়েছে আমায় দিয়ে। ............................................... ছায়াপথের যত গ্রহ আছে তত গুলো লাল গোলাপের কোমল পাপড়ির সুমিষ্ট সুভাষে উদ্বেলিত করে তুলুক আপনার অবুঝ মনকে !!!!!!!!!!!!!!
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৬
শাহ আজিজ সামনে অফুরন্ত সময় , লেখাটি আরও গুছিয়ে নেয়া দরকার , অনুভুতি চমৎকার , সাধারন মানুষের এই অনুভুতিবোধ সব কবির ভেতরে থাকেনা। সফলতা আসুক।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ জানবেন হে আমার প্রিয় জনাব
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
Lutful Bari Panna বেশ একটা করুণ গল্প। চর্চা চলুক।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ জানবেন হে আমার প্রিয় কবি,
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
মোহাম্মদ আল মামুন সত্যি কথা বলতে আপনার এই ভিখিরিকে নিয়ে লেখা কবিতাটা বর্তমান সমাজের বাস্তবতার সাথে মিল আছে তাই এততুটুকুই বলতে পারি ভালো লেগেছে , আশা করি লিখনীর কলম আরো সামনে যাবে ,
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৬

১৪ ডিসেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪