বেলা শেষের অনুবাদ

শুন্যতা (অক্টোবর ২০১৩)

সূর্য
  • ২৮
  • ১০
বাঁশিটা তোলাই আছে, অনেকটা অযতনে, কোন একদিন
নলখাগড়ার বন ছুঁয়ে উঠে আসা সমীরণ, মোহন সুরে
মাতিয়ে যেত তোমার বুনো চুল... অস্ফুট আবেগ...
বাঁশির সুর ভেসে যেত বহুদূর... আরো দূরে, তোমার বুকে
মাল্লাহীন তরীর মতো সে সুর উড়িয়ে দিতাম, দিঘল রাতে
বেঁকে আসা তোমার মসৃণ শরীর, ওষ্ঠাধরে, কামিনীর ঘ্রাণ
ছড়িয়ে দিয়ে সে সুর ভেসে থাকতো তৃপ্তীতে
সেই সে বাঁশিটা, পড়ে আছে অযতনে, শুধু সে সুর...
বন্দী হয়েছে ইন্টারস্টেলার স্পেসে, না ফেরার আর্জিতে
কত সহজেই বাঁশি থেকে সুর, জীবন থেকে গতি
বিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ তুমি আমি পাশাপাশি, স্পর্শ দূরত্বে
সুর নেই সেখানে ব্রাকেট বন্দী দীর্ঘশ্বাসের রাজত্ব শুধু
নিশ্চুপ শূন্যতায়ও ভেসে যায় ইলেক্ট্রো-ম্যাগনেটিক ওয়েভ
অথচ তুমি, আমি আর সুরের ট্রায়াঙ্গলে- প্রতিটি বাহু
এক্সট্রিম জেরো, আবেগও মুখ থুবড়ে পড়ে থাকে,
হিমেল কুয়াশা গ্রাস করে নেয় জীবন, বেঁচে থাকার আস্বাদ
শুধু আমি সাইক্লোস্টাইলে ভালবাসা ছেপে ছেপে
এখনো বেঁচে আছি বাঁশি আর সুরের মাঝামাঝি, অসীম শূন্যতায়...



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম সুর ছন্দ হারিয়ে যাওয়া জীবন থেকে নেয়া, পৃথিবীর বুকে থেকেও যেখানে আছে অসীম শূন্যতা।
ইসহাক খান দক্ষ একজন কবির পরিণত মনের কবিতা।
মামুন ম. আজিজ বাঁশি ..এ শব্দ মুনেই সুর লোহরিতে আন্দোলিত প্রাণ ..আরও আন্দোলিত কবিতার চটুল সরস গভীর শূন্যতার সাগরে যখন ডুবে গেলাম।
Lutful Bari Panna বিউটিফুল ক্রিয়েশন...
ওয়াহিদ মামুন লাভলু খুব ভাল লিখেছেন।
Jontitu সুর নেই সেখানে ব্রাকেট বন্দী দীর্ঘশ্বাসের রাজত্ব শুধু নিশ্চুপ শূন্যতায়ও ভেসে যায় ইলেক্ট্রো-ম্যাগনেটিক ওয়েভ অথচ তুমি, আমি আর সুরের ট্রায়াঙ্গলে- প্রতিটি বাহু এক্সট্রিম জেরো, আবেগও মুখ থুবড়ে পড়ে থাকে, .........পরিত্যক্ত রাজ বাড়ির মতো মুখ থুবড়ে পড়ে থাকা প্রাসাদের মতো মনে হলো। যেখানে একটু আগেও ছিল প্রাণ স্পন্দন। চমকানো সুর আর হাসি। এখন নিঃষ্প্রাণ। নিঃসঙ্গ জীবন নিয়ে খুব ভালো লিখেছেন।
সোহেল সামি শুধু আমি সাইক্লোস্টাইলে ভালবাসা ছেপে ছেপে এখনো বেঁচে আছি বাঁশি আর সুরের মাঝামাঝি, অসীম শূন্যতায়...........খুব ভালো লাগলো
মোঃ ইয়াসির ইরফান দারুণ লাগলো ।
ভাবনা অথচ তুমি, আমি আর সুরের ট্রায়াঙ্গলে- প্রতিটি বাহু এক্সট্রিম জেরো, আবেগও মুখ থুবড়ে পড়ে থাকে, ------------= ভাল মানের আধুনিক কবিতা ।
অনেক অনেক ধন্যবাদ ভাবনা।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪