ভয়

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

দীপঙ্কর গোস্বামী
  • ৪৩
ছোট্টবেলায় বড়রা ভয় দেখাতেন – ‘জুজু আসছে’ !
শুনে ছুট্টে পালাতাম তাঁদের পিছন ৷
বন্ধ হত সমস্ত বিচ্ছুগিরি ও দামালপনা,
বন্ধ হত খেতে না চাওয়ার গোঁ ৷
আরেকটু বড় হলে জুজুর স্থান কেড়ে নিল ভূত, প্রেত, জিন…
খপ্পরে পড়ে গেলাম অশরীরী ভাবনার;
অন্ধকারে একা থাকলেই চেপে ধরত অশরীরীর উপস্থিতির ভয়,
চেপে ধরত অজানা আতঙ্ক !

বোধের ঘরে ভয়ের সেই স্থায়ী ছাপ থেকে
আমি এখন মানুষকেই ভয় করি,
আর ভয় নামক আততায়ী মানুষের রূপ ধরে
আমার কাছে হয়ে ওঠে খুনি, ধর্ষক, চোর, ডাকাত,
ভেজালদার, ঘুষখোর, মানুষ বা তাঁর অঙ্গপ্রত্যঙ্গের পাচারকারী,
আরও কত কী…

ভয়ের রূপ আছে বলেই ভয় শব্দটি সাকার কর্তৃক সৃষ্ট, এটা বুঝতেই -
খুলে পড়ল ছোট্টবেলায় আমার চোখে পরানো ভয় নামক ঠুলি 1

ভয়কে ধারণ করে এতকাল ঢিপঢিপ করে চলা বুক অবশ্য
কিছুতেই বুঝতে পারল না –
কী করে ভয় চোখ থেকে নেমে এসেছিল বুকে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর মানুষই ভয়ঙকর। সুন্দর। আমার পাতায় আমন্ত্রণ
মাইনুল ইসলাম আলিফ বোধের ঘরে ভয়ের সেই স্থায়ী ছাপ থেকে আমি এখন মানুষকেই ভয় করি, আর ভয় নামক আততায়ী মানুষের রূপ ধরে আমার কাছে হয়ে ওঠে খুনি, ধর্ষক, চোর, ডাকাত, ভেজালদার, ঘুষখোর, মানুষ বা তাঁর অঙ্গপ্রত্যঙ্গের পাচারকারী, আরও কত কী…//দারুণ লিখেছেন দাদা।শুভ কাওমানা আর ভোট রইল।আসবেন আমার পাতায়,আমন্ত্রণ রইল।
নাজমুল হুসাইন আর ভয় নামক আততায়ী মানুষের রূপ ধরে আমার কাছে হয়ে ওঠে খুনি, ধর্ষক, চোর, ডাকাত, ভেজালদার, ঘুষখোর, মানুষ বা তাঁর অঙ্গপ্রত্যঙ্গের পাচারকারী, আরও কত কী…বেশ ভালো লিখেছেন কবি।তবে আর একটু গুছিয়ে নিলে ভালো হত।শুভ কামনা।আমার পাতায় আসবেন।
আবু আরিছ ভয়ের জন্ম কোথায় এটা আমরা কেউ জানিনা, তবে হ্যা মানুষই মানুষের ভয়ের কারন হতে পারে, কিন্তু মৃত্যুর জানালা দিয়ে নিজেকে দেখতে পেলে, ভয়কে পেরানো যায়, জীবন ছোট, ভয় তুচ্ছ, এসব ব্যাপার আসলে আরো ভাল হতো...

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সহজ, সরলভাবে বেড়ে ওঠা মনে দুর্বলতার ছাপ এঁকে দিলে ভয়ের জন্ম হয় ৷ পারিপার্শ্বিক মনকে দুর্বলকারী উপকরণের উপস্থিতির ভারে যা আর মোছা যায় না ৷ কার্য-কারণের হেতু পরিবর্তিত হয় কেবলমাত্র ভয়ের এক অবস্থান থেকে আরেক অবস্থানে !

২০ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪