আইফোন হাতে তুমি ল্যাপটপের প্রসঙ্গ তুলেছিলেআপেল খেতে খেতে টেনে এনেছিলে অ্যাপলতারপর অবধারিতভাবে স্টিভ জোবস্।আমি i বলতে বুঝি - আমি ,i-কে eye করে - চোখ,আপেল বলতে - আদম ও ইভ ।চোখ সরিয়ে নিতে তাই বাধ্য হলাম আমাকে সরিয়ে নিতে বাধ্য হলামপোশাকের উপর পোশাক চড়িয়ে হয়ে...
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
বাহ ডিজিটাল ভালবাসার যে এমন সুন্দর থিম হতে পারে , ভাবতেই ভাল লাগছে । ঈর্ষা হচ্ছে আমার মাথায় কেন এমন ভাবনা এল না । অনেক সুভেচ্ছা ।
তোমাকে দেখতে গিয়ে হোঁচট খেয়েছে বোধ বার বারচোখ আমার ওঠেনি ওপরে ,তোমার চোখের তারা কালো না বাদামিশুনতে হয়েছে বন্ধুদের মুখে।যেবার মেলায় বহু মানুষের সমাগমেতুমি টাল সামলাতে না পেরেহুমড়ি খেয়ে পড়েছিলে আমার শরীরেআমি জাপটে ধরে তোমায় দাঁড় করিয়ে দিলেওসংকোচে হয়েছিলাম ...
জলধারা মোহনা
তোমাকে দেখতে গিয়ে হোঁচট খেয়েছে বোধ বার বার
চোখ আমার ওঠেনি ওপরে ,
"তোমার চোখের তারা কালো না বাদামি
শুনতে হয়েছে বন্ধুদের মুখে...." শেষপর্যন্ত আকাঙ্ক্ষিত চোখটা ডক্টর দেখতে পারলেন তাহলে! চমৎকার কবিতা.. :)
Zakir Zoddar
ভালোবাসার ডাক্তার , সত্যিই প্রেম রোগের চিকিৎসা নিয়ে যা লিখেছেন আমার কাছে দারুন লেগেছে , শুভ কামনা রইলো , ভোট রেখে যাচ্ছি , আর আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ফুল-তোলা ভোরে বাতায়নে উঁকি দিয়েছিল আলো আমার আলস্যতাড়িত শরীর এপাশ-ওপাশ গড়িয়ে শয্যায়তাকে এড়িয়ে যাচ্ছিল,বার বার এড়িয়ে যাচ্ছিল।বন্ধু পাখিরা কি বুঝলো এ দৃশ্য দেখে কে জানেভিড় জমিয়ে শুরু করে দিল কিচিরমিচিরপড়শি কেউ দাঁড়িয়ে হেঁকে উঠলেন-কী গো,খবর ভাল?আমার মস্তিষ্কে...
তোকে যখন দেখেছিলাম ষোলোবুকে আমার কী যে সেকী হলচোখ নামে না, পা চলে না –লাজলজ্জা উধাও হয়ে গেল !সেদিন তখন আঠারোতে ছুঁয়েসেলাম ঠুকেছিলাম তোকে ন্যুয়েবুঝেছিলি কী জানি কী তুইলুকোচুরির পর্বে মাতি দুয়ে !তোর যখন পূর্ণ হল কুড়িবাজল হাতে রিনিঝিনি চুড়িবুকের মাঝে হু হু অ...
রোবট দেখেই তুমি ছুটে এলে,
ঠিক ইভের মতো জড়িয়ে ধরলে আমায়,
পড়ে রইল আইফোন,ল্যাপটপ-
পড়ে রইল আইপড,ট্যাবলেট, আইপ্যাড...
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।