বনভূমি পড়েছে ঘুমিয়ে

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

শাহ আজিজ
মোট ভোট ১৮ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৩
  • ১১
  • ১৪১
বনভূমি পড়েছে ঘুমিয়ে গভীর আধার রাতে
বাঁশের ফালির পর্দাতে
ঢেকেছে মহাকাশকে ।
প্রতি রজনীতে ঢিলে ঢালা কাঁচুলিতে
উন্মুক্ত পেটিকোটের দুয়ারে এলিয়ে মাটির কোলে
ঘুমিয়ে পড়ে নিকষ কালো বনভূমি।
হাওয়ায় ওড়ে পর্দা , চন্দ্রালোক নেয় দেখে
অতি চুপিসারে চির যৌবনা ঋতুমতী প্রিয় বনভূমিরে ।
অতিদুর মহাকাশের তারকামালা সেও রয়না বসে
রয় চেয়ে অতীত হতে বর্তমানে রাতের বনভূমিরে ভালবেসে ।
তার গাঢ় সবুজ স্তন আর শ্যাওলাদামে ঢাকা জঙ্ঘা
মাঝ রাতে আধো খোলাচোখে বনভূমি করে ঠিকঠাক
বিবসনা সবুজাভ লোভনীয় শরীরখানিরে ,
হাত বাড়িয়ে নেয় ঠিক করে সরে যাওয়া বাশফালির পর্দা ।
লোলুপতা নিয়ে কৃষ্ণগহবর ফেলে মুখের লালা
দুরতম গ্রহের ওই যৌবনা বনভূমিরে মাঙ্গে প্রতি প্রহরে
একদিন ঠিকঠিক এসে যাবে নাগালের মধ্যে
গভীর চুম্বনে সিক্ত করবে অতি কামনার বনভূমিরে
তারপর ঠেলে দেবে নিকষ কালো আধারে
উগ্র কৃষ্ণগহবর খেলবে নিয়ে তারে নতুন এক খেলা।
সলজ্জ বনভূমি ওঠে শিউরে এইসব অশ্লীল ইশারা পেয়ে
টেনে দেয় বাশফালির পর্দা সযতনে , সন্তর্পণে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ রানা কবিতা ভাল লাগল! শুভ। কামনা রইলো
এশরার লতিফ বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন.
আমি জানতাম না এই পুরস্কারের বিষয়টি । মনিটর খারাপ দেখাচ্ছিল আর পিঠের ব্যাথায় কাতর ছিলাম । গতকাল পি সি খুলে আমার প্রফাইলে দেখি ব্যাপারটি । খুশি হয়েছি যদিও এসব তরুন লেখকদের পাওয়ার কথা। এখন থেকে সব লেখা ভোট মুক্ত থাকবে। ধন্যবাদ এশরার ।
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
এশরার লতিফ সুন্দর কবিতা, শুভেচ্ছা.
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
আলী হোসাইন বনভূমি পড়েছে ঘুমিয়ে গভীর আধার রাতে বাঁশের ফালির পর্দাতে ঢেকেছে মহাকাশকে । কবি এখানে বাঁশের ফালির পর্দাতে না লিখে পর্দা লিখতে আরো বেশি অর্থপুর্ণতা পেত। পাঠকেরও পড়তে রিদমে (ছন্দে) বাঁধা পেতে হতো না। আশা করি বিষয়টা সহজভাবে নেবেন। সবদিক দিয়ে এটি অসম্ভব সুন্দর রচনা।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
শুধু পর্দা হয়না , হতে পারে পর্দায় , ধন্যবাদ
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন দুরতম গ্রহের ওই যৌবনা বনভূমিরে মাঙ্গে প্রতি প্রহরে একদিন ঠিকঠিক এসে যাবে নাগালের মধ্যে গভীর চুম্বনে সিক্ত করবে অতি কামনার বনভূমিরে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ আসল জায়গায় চইলা আইছে !! হা হা হা
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
জসীম উদ্দীন মুহম্মদ উগ্র কৃষ্ণগহবর খেলবে নিয়ে তারে নতুন এক খেলা। সলজ্জ বনভূমি ওঠে শিউরে এইসব অশ্লীল ইশারা পেয়ে টেনে দেয় বাশফালির পর্দা সযতনে , সন্তর্পণে ।। ------- সুগভীর চিন্তা আছে, আছে উপমার চমৎকার ব্যবহার !! শ্রদ্ধা জানবেন কবি ।।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৫
জসিম উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৫
সোহানুজ্জামান মেহরান দারুন কবিতা, খুবই ভাল লিখেছেন। শুভ কামনা সর্বদা।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ মেহরান
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৫
ফয়সল সৈয়দ উপমা নির্ভর গদ্যের ছন্দে লেখা আপনার কবিতা । কিছু শব্দ বড্ড সেকালের যা আধুনিক কবিতায় দেখা যায় না। কিংবা সচেতনভাবে ব্যবহার করে না । যেমনঃ তারে, দুয়ারে।। শুভ কামনা আর আপনার প্রাপ্য ভোট আপনাকে দিয়ে গেলাম।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫
আপনার কথায় যুক্তি আছে। আমি হটাত করেই আবেগি হয়ে উঠি এবং লিখতে শুরু করি। যথা সম্ভব একবারে শেষ করি । পড়ে কিছু সম্পাদনের মত থাকলে তা করে থাকি। এক্সময় না বুঝেই আধুনিক কবিতা লেখার চেষ্টা করে খুব বেশি ভাল লাগেনি। ব্যাপারতাকে আমি ছেড়ে দিলাম আমার মগজ আর কলমের উপর। এ দুটিতে নিয়ন্ত্রণ কমিয়ে দিলাম। আমার শব্দ ভাণ্ডার বিশাল একারনে যে বাংলার আকাশ পাতাল জুড়ে যে মহামতি কবিগন রন্ত দিয়ে গেছে তাই আমার প্রধান বিবেচ্য বিষয় আশয় । আমি বরং একটা মিশ্রভাবে চলি । কবিতায় চলমানতা আছে কিনা , একটা মেসেজ দিচ্ছে কিনা তার ওপর জোর দেই বেশি। আর এই উপমা নিরভর গদ্য ছন্দ বুঝতেও সময় লেগেছে। ৬০ পেরুব শিঘ্রি , এখন যতোটুক আমার চেতনা আমায় গ্রহযগ্য সীমায় নিয়ে যায় ততটুকুই প্রয়োগ করি , জোর খাটাই না। ধন্যবাদ খুব মুল্যবান বিষয় তুলে আনার জন্য।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫

০৮ মে - ২০১৫ গল্প/কবিতা: ৮১ টি

সমন্বিত স্কোর

৪.৭৩

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ২.১৬ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪