শেষ তৈল চিত্র

ব্যথা (জানুয়ারী ২০১৫)

আল মামুন খান
  • ২১
  • ৬১
সাদাকালো অরণ্য- পাহাড়- নদী পার হয়ে

মরুর ধুলো উড়িয়ে দুরন্ত ছুটে চলা ভাবনার

লাগামহীন এক পাগলাঘোড়ায় সওয়ার হয়ে

নিশ্চুপ বসে আছি।

দুর্দান্ত গতিময় স্বপ্ন - স্থবির বাস্তব - অর্থহীন -সম্ভাবনাহীন।

অথবা কি সম্ভাবনাময়?

কী রং তাদের?

.

এক হঠাৎ বর্ণান্ধ শিল্পী।

যা কিছুই আঁকি - যে রং এ আঁকি - কিছুই দেখিনা।

আঁকার অসহ্য তাড়না ছবির পর ছবি আঁকিয়ে নেয় আমাকে দিয়ে।

অথচ নিজেই দেখিনা কী আঁকি!

.

জীবনের ক্যানভাসে আঁকা ছবিটায় ও কোন রং নেই।

ছবি জুড়ে শুন্যতা। শুন্যতা যেন হঠাৎ সারা পৃথিবীতে।

অনুভূতি দীর্ঘশ্বাস ফেলে -

"আমি একা! বড্ড একা!"

আমাকে নি:সংগ করে রং গুলো সব

বারান্দার চড়ুইগুলির মতো পালিয়েছে।

.

আমার আকাশে ইচ্ছে ঘুড়িগুলোর কোনো রঙ নেই।

আকাশটা জানি নীল।

সেখানে কষ্টের বিষাক্ত নীলাভ আভা নিয়ে

দুঃখগুলো সাদা মেঘের ভেলায় ভেসে বেড়ায়।

জানি পৃথিবী রঙে রঙে ভরা।

হরেক রঙের মাঝে দাঁড়িয়ে আছি- বর্নান্ধ শিল্পী।

.

যে দূরে চলে গেছে, তবু এত কাছে,

তবু দূরে - অন্য কারো।

তার মুখ ক্যানভাসে আঁকি।

শেষ তৈলচিত্রে আঁকি

হৃদয়ের সমস্ত ভালোবাসা - ভালো লাগা দিয়ে সেই হাসিমুখ।

এ কি ভালোবাসা! এ কি ভালোলাগা!

কেন অনুভুতি বলে না আমাকে!

তীব্র কষ্ট যেন হিমাংকের বহু নিচে নিয়ে যায় আংগুলগুলোকে।

তুলি এঁকে যায়।

সে কি ভুল রেখা ভুল রঙে আনন্দ আঁকে!

.

দিশেহারা লাগে।

আনন্দ নেই!

ক্যানভাসে শুধুই সাদাকালো কষ্টের ছাপ - তার মুখচ্ছবি!

একজন রঙ বিশেষজ্ঞের জীবনের শেষ ছবিটি - অজানা রঙে আঁকা।

.

অতিপরিচিত একদার আনন্দে উদ্ভাসিত হাসিমুখ

সে আজ কষ্টের তীব্রতায় বিবর্ণ, পাংশুটে।

রং নেই। রেখাগুলি কথা শুনবে না!

ক্যানভাসে আঁকি যেন তার কষ্টভরা মুখ নয়,

এক অহংকারী শিল্পীর ব্যর্থতার ছবি!

মূর্ত উপহাস!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নেমেসিস রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সবুজ রঙকে সবুজ দেখতেন না! তবু তাঁর লেখায় প্রকৃতি কত অপরূপ!
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৫
পবিত্র বিশ্বাস সুন্দর কবিতা ভাল লাগল.....শুভকামনা রইল । আমারটাও দেখবেন ।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৫
অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য। শুভেচ্ছা রইলো।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৫
বিন আরফান. শুন্যতা = শূন্যতা হবে | এই বয়সেও কবিতায় তারুণ্য পরিলক্ষিত | কবিতায় মনের ভাব সুন্দরভাবে ফুটে উঠেছে | এককথায় বলা যায় এটি সূখপদ্য , যা পদ্মের ন্যায় ফুটন্ত আর সুবাস ছড়াচ্ছে হাসনাহেনার মতো |
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৫
অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৫
আশিক বিন রহিম সুদর একটি কবিতা পেলাম,, পরলাম, ২ বার পরলাম ,,, ভালো লাগলো ..কবির জন্য শুভ কামনা।
সুন্দর ভালো লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ওয়াহিদ মামুন লাভলু শুন্যতা, দীর্ঘশ্বাস ব্যথার কথাই জানান দেয়। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৫
আপনার ভালোলাগা রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৫
জুনায়েদ বি রাহমান ভালো লাগলো।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৫
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৫
জাতিস্মর কিন্তু ভোট বন্ধ। শুধুই শুভ কামনা।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৫
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৫
জাতিস্মর আপনার লেখার সমলচনা করার মতো আমার জ্ঞানে কমতি আছে বলেই বোধ হয়। ভোট অবশ্যই।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৫
কি যে বলেন ভাই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৫
সহিদুল হক দারুন লিখেছেন, সমর্র্থন ও শুভ কামনা রইলো
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৫
আপনার সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৫
মোস্তফা সোহেল বরাবরই ভাল।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল ভাইয়া
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৫
অনেক ধন্যবাদ। আমি গিয়েছিলাম মনে হয় তোমার কবিতা পড়ার জন্য।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৫

২৫ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪