আড়াই ইঞ্চি ভূমি

লাজ (জুন ২০১৮)

মাসুম পান্থ
  • ৪১
আড়াই ইঞ্চি ভূমির জন্য
পাগল কে না কবে।
লাজ লজ্জা ফেলে নয়ত
কবিতায় কেন রবে।

সৃষ্টি লগ্নে শুরু হলো,
এখন ও তাই আছে।
ভালোবাসার সকল রত্নে,
আড়াই ইঞ্চি ধাঁচে।

মানব হতে মহামানব,
রাজা কিংবা ফকির।
মুক্তোর আবরনে ,
আড়াই ইঞ্চির ফিকির।

ইঞ্চি ইঞ্চি ভালোবাসা,
জমায় ভূমির জন্য।
ভূমিহীনরা হাতে পেলে,
হয়ে যায় ধন্য।

দলিল বিহীন ভূমি দখল,
যুগে যুগে চলে।
পত্রিকায় খবর আসে,
ধর্ষণ মামলা বলে।

বদলে যাও বদলে দাও,
সমাজ টাকে তুমি।
হৃদয় দিয়ে খোজ তাকে
নহে আড়াই ইঞ্চি ভূমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু ভুমির জন্য ইঞ্চি ইঞ্চি ভালোবাসা জমানোটা খুবই লজ্জার। আড়াই ইঞ্চি ভুমির জন্য যে সবকিছু করতে পারে, সে সত্যিই তো কবিতার সঙ্গে থাকবে না। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা । ভাবনা টা বেশ।শুভ কামনা রইল।আসবেন আমার পাতায়।
মোঃ মোখলেছুর রহমান পান্থ ভাই,ছন্দ কবিতার মূল হাতির মাত্রা,পুরনো কথা।তবে ভাবনায় নতুনত্ব আছে। ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী বদলে যাও বদলে দাও, সমাজ টাকে তুমি। হৃদয় দিয়ে খোজ তাকে নহে আড়াই ইঞ্চি ভূমি। ছন্দ কবিতা, ভালো লাগলো। আরও ভালো করতে হলে বেশি বেশি করে পড়তে হবে। শুভকামনা রইল
শাহ আজিজ ভালো লাগল । আরও চর্চা।
মোঃ জামশেদুল আলম আমি একমত এবং দ্বিমত দুইটাই প্রকাশ করছি। বিখ্যাত একটা গান আছেনা- "কাম থেকে হয় প্রেমের উদয়, প্রেম হলে কাম থাকেনা।" শুভ কামনা আপনার জন্য। ভোট থাকলো।
আল মামুনুর রশিদ চমৎকার ব্যাতিক্রমী কবিতা। ভোট ও শুভকামনা রইল

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই সমাজে বহুরূপী মানুষ বসবাস করে। মুখে বলে একটা করে আরেকটা , লাজ লজ্জা মানুষের কমেগেছে। এর থেকে কবিতাও বাদ পরে নাই। আমার এই লেখা কাঁটি দিয়ে কাঁটা তোলার মত। যাদের যৌবন আছে প্রতিটা নারী পুরুষ নেশাগ্রস্থ থাকে ভালোবাসাকে ঢাল বনিয়ে। তাই সমাজে লাজ লজ্জা কমেছে। এটাই আমার প্রতিবাদ ।

১৭ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪