সাদিয়া সুলতানা-এর বাতাসের ছুরি উপর সাদিয়া সুলতানা কমেন্ট করেছেঃ সকল লেখক পাঠকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ব্যস্ততায় প্রতি উত্তর দিতে দেরি হলো। ক্ষমা চাচ্ছি। আপনাদের ভালোবাসা আমার জন্য আশীর্বাদ।
কেতকী মণ্ডল
অভিনন্দন জানাতে এসে লেখাটা পড়ে ফেললাম। সত্যিই 'জাহানারা'র রূপটা এতো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন যেনো সেখানে নিজেকেই দেখতে পাচ্ছিলাম। অসাধারণ!
আমিও এমন কিছু মানুষকে চিনি তাদের সম্পর্কে লিখতে হবে মনে হচ্ছে।
অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রইল।
ফাহমিদা বারীএই গল্পটা আমি আগে পড়িনি, এজন্য লেখিকার কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। চমৎকার অনবদ্য বর্ণণাশৈলির এক দুর্দান্ত গল্প পড়লাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। গল্প-কবিতা সত্যিই প্রাণ ফিরে পেয়েছে। এতো ভালো লেখার ভীড়ে নিজেদের খুঁজে পেতে প্রত্যেককেই অনেক ঘাম ... আরও দেখুনএই গল্পটা আমি আগে পড়িনি, এজন্য লেখিকার কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। চমৎকার অনবদ্য বর্ণণাশৈলির এক দুর্দান্ত গল্প পড়লাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। গল্প-কবিতা সত্যিই প্রাণ ফিরে পেয়েছে। এতো ভালো লেখার ভীড়ে নিজেদের খুঁজে পেতে প্রত্যেককেই অনেক ঘাম ঝরাতে হবে, বোঝা যাচ্ছে। খুব খারাপ লাগছে গল্পটাকে ভোট দিতে পারলাম না।
মন্তব্য করুন