নিষ্ঠুর শহর

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

রাকিব হোসেন ফুহাদ
  • ১১
আমি এই শহরের মাঝে কোন ভালবাসা দেখিনা
চার দেয়ালে ঘেরা শহরটা বড়ই নিষ্ঠুর, মমতাহীন।
কোনদিন শুনতে চায়নি ভুখারির হা হা কার
কোনদিন বুঝতে চায়নি রক্ত ঝড়ানো এক ফোটা ঘামের মূল্য,
কোনদিন বুঝেনি হতভাগার অশ্রুসিক্ত ভাষা।
বিনিময় ছাড়া কোনদিন একমুঠে অন্ন তো দূরের কথা
এক গ্লাস পানি পর্যন্ত ছুতে দেয় নি।
বিনিময়ে চেয়েছে কিছু খসখসে কাগজের নোট,
হয়ত কখনও পকেট ঝেড়ে দু একটা বের হয়েছে
কখনও খুজে পাইনি একটি কানাকরিও।
ক্ষুধার বোঝা চাপিয়ে দিয়েছে জীর্ন শীর্ন শরীরটাকে,
এই শহর আমায় তাড়িয়েছে কুকুরের বেশে।
ছুড়ে ফেলেছে পচা ময়লার ডাষ্টবিনে,
কথনও ধূলোয় পিষেচে পায়ের নিচে।
আমি এই শহরের ক্ষুদ্র কণার মাঝেও দেখি পাষন্ড হৃদয়
আমি ভিখাড়ির থালা কেড়ে নিতে দেখেছি,
ভুখার পেটে লাঠি দিতে দেখেছি,
মায়ের কোলের ধন কেড়ে নিতে দেখেছি,
চোখের সামনে হতভাগা বোনের ইজ্জত নিতে দেখেছি,
প্রতিবাদ করেছি শুধু আমি একা।
বিবেকও আজ হরন করেছে নিষ্ঠুর শহর,
কারো বিবেক আর জাগ্রত হয়না, কন্ঠে তুলেনা বজ্রধ্বনি।
শহর আমায় ছুড়ে দিয়েছে কংক্রিটের দেয়ালের সাথে,
আমি ঠিকই দেয়ালের শিক আকড়ে ধরেছি।
ক্ষুধার জ্বালায় আমি মাটি কামড়িয়েছি,
তবু আমি এই শহর আকড়ে বেচে আছি।
ঐ কংক্রিটের মাঝে সবুজ দুর্বা ঘাস ফলাব বলে,
আর পাষন্ড হৃদয়ের পশুটাকে টেনে ছিচড়ে নরবলি দিব বলে,
পশুষ্যত্বের পাষন্ড হৃদয়ে মনুষ্যত্বের কচি চারা লাগাব বলে
আর ভালবাসার আচ্ছাদনে, পাষন্ড হৃদয়টা আচ্ছাদিত করব বলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ONIRUDDHO BULBUL নির্মম বাস্তবতার কথামালায় কবিতা সাজিয়েছেন কবি। বড় ভাল লাগল। কবি, একটা কথা জানতে ইচ্ছা করে - আমি এখানে নতুন তাই জানি না। নিয়মাবলিতে দেখলাম প্রতিযোগীতার কবিতা ২০ লাইনের হতে হবে কিন্তু আপনার কবিতাটি দেখলাম ৩০ লাইন। তবে কি কবিতাটি প্রতিযোগীতায় যাচ্ছে না? বিষয়টা জানতে পারলে ভাল হতো। ধন্যবাদ।
Afroza Parvin আমি এই শহরের মাঝে কোন ভালবাসা দেখিনা চার দেয়ালে ঘেরা শহরটা বড়ই নিষ্ঠুর, মমতাহীন। কোনদিন শুনতে চায়নি ভুখারির হা হা কার কোনদিন বুঝতে চায়নি রক্ত ঝড়ানো এক ফোটা ঘামের মূল্য, কোনদিন বুঝেনি হতভাগার অশ্রুসিক্ত ভাষা। অনেক ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ কবি।
কবিতাটি পড়ার জন্য আনাকেও অস্যখ্য ধন্যবাদ।
দূর আকাশের চাঁদ সত্যিই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রিয় কবি। ধন্যবাদ অনেক ভাললাগল।
Afsana Mimi অসাধারণ ভাইয়া সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। শুভ কামনা রইল।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে।
Arif Billah চমৎকার কবিতা। ভাল লাগলো। শুভ কামনা কবির জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালবাসা জানবেন।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
অসংখ্য ধন্যবাদ প্রিন্স ঠাকুর।
মোস্তফা সোহেল ভালবাসা এখন দুর্লভ
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
ঠিক বলেছেন তবে এখনও সত্যিকারের ভালবাসা আছে। ভালবাসা জানবেন।
Arif Billah ভাল লাগল বাস্তব কবিতাটি পড়ে। বানানে কিছু ভুল রয়েছে। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৫
আপনার ভাললেগেছে জেনে আমারও ভাল লাগল। বানানের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব।
রবিউল ই রুবেন খুব ভালো লাগল। ভালোলাগা স্বরূপ ভোট রইল। আমার লেখা সময় করে পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৫
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালবাসা জানবেন।

০৬ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "দাসত্ব”
কবিতার বিষয় "দাসত্ব”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৫