বন্ধু
৩০ জন
অনুসরনকারী
২ জন
এই যদি রাত্রি তবে ওই হলো দিনবিপদ যতই আসুক বাজিয়ে তা-ধীন্।
ওই দূর দিগন্তে চেয়ে বসন্ত বেলা যায়ক্ষণিকে হারায় মন আকাশ ঠিকানায়।
সাগর পাড়ের নন্দিনী গো, ছুঁয়েছে কি প্রাণেফাগুনের অগ্নিপরশ? উঠে এসো তবে এইক্ষণে -
ওরে দেখ ভেবে তুই মনআপন চে’ কি পর ভাল তোর
শেষ কবে মনে পড়েছিল তোমায়, তা মনে নেই, মনে করার আসক্তিটাও এখন কেটে গেছে,
এ দুনিয়ায় আপন মানুষ কেউ যদি না কাছের হয়,সামনে পথ খোলা আছে এগিয়ে চল নাই ভয়।
সন্ধ্যা তখন, বৃষ্টি ছিল যে যার মত ছুটছিল
নিজের বাড়ির উঠোনেই দাঁড়িয়েছিলেন নগেনবাবু! হঠাৎ দেখলেন উত্তর দিক থেকে এক বিশাল কুকুর তাঁর দিকেই ছুটে আসছে, খুবই বিভৎস চেহারা কুকুরটার, মুখ দিয়ে লালা ঝরছে।
নবীতের খুব ভয় স্কুলে রেজাল্টের দিন যদি গিয়ে এবার সে তার নিজের পজিশন ধরে রাখতে পারে নি তাহলে মনে খুব কষ্ট পাবে । কেউ তাকে কিছু বলবে না কারণ সবাই জানে নবীত বেশ ভালই।
সুখের আশা দিয়ে বিধিপাঠালে এই দুনিয়ায়,
মুক্তডানার বিষাদিনী, শুনেছি প্রতিটি রঙের নিজস্ব এক অনুভূতি আছে,যেমন প্রতিটি নৈঃশব্দ্যের থাকে একেকটি গল্প। সমুদ্র তীরে কুড়িয়ে পাওয়া স্বচ্ছ-অরুণোপল অশ্রু পড়ে জেনেছি,
তোমায় আমি স্বপ্নে দেখিতুমি আসো আমার কাছে
জ্ঞান ফিরতেই মনে হোল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা দরকার । মনের গভীরে একজনঅবশ্য এখনো বলছে , ‘দোদুল্যমনতার কাছেকিন্তু হেরে যাচ্ছিসঝিনু । ঘরে ফিরে লজ্জা আর লাঞ্ছনার আবর্তে সারা জীবন তড়পাবি!
মন্তব্য করুন