নষ্ট-কষ্ট-জীবনযাপন

উচ্ছ্বাস (জুন ২০১৪)

ফাহিম ফয়সাল
  • ১২
একটা জীবন তো চলে যায় কোনমতে !
কিন্তু একটা মন?
নেইতো তার কোনো
দৃশ্যমান জীবনযাপন!
হয়তো প্রয়োজন হয়না তার
ডাবের জলে তৃষ্ণা মেটাবার,
তবু তৃষ্ণা তো সে
কম করেনা ধারন !

আকার অবয়বহীন,
তবু প্রতিক্ষণ জীবিকার দায়ে
সহ্য করে চলে
আত্মমর্যাদার বস্ত্রহরণ !
ক্ষুধা নেই
তবু কি ছেড়ে কথা কয় তাকে
দারিদ্রের তুমুল আলোড়ন?

কাম নেই
তবু জুড়োতে কামের দহন
শরীরের কাছে নিত্য হাত পাতা
যৌবনের চোরা-গলিতে তার নিত্য গমন!
দায় নেই সংসার-সামাজিকতার
নেই কোন স্বজন-কুজন,
তবু সিডর বিধ্বস্ত মন
লবনাক্ত জীবন-জমিতে
করে চলে স্বপ্ন বপন!

শরীরে দৃশ্যমান ক্ষতেরও
আছে উপশম,
কিন্তু অপূর্ণ বাসনার
অদৃশ্য জখম
রেহাই দেয় কি তাকে?
করে কি তাকে এতটুকু কম জ্বালাতন!

তেজ কমে এলে পর
শরীরের শেষ হয় জীবনযাপন,
কিন্তু পৃথিবীর বয়সী মন?
অলক্ষ্য যন্ত্রনায়
ডুকরে ওঠে,
অনন্ত আয়ু নিয়ে
প্রতিদিন করে চলে মৃত্যুবরণ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার শব্দমালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
দীপঙ্কর বেরা Onobodyo ek kobita Mon vore gelo valo laglo
ঝরা পাতা অসাধারণ কবিতা... তবে মনের উচ্ছ্বাসের থেকে কষ্টটাই বেশি প্রকাশ পেয়েছে... শুভকামনা :)
প্রজ্ঞা মৌসুমী ইদানিং নিজেই দ্বিধায় পড়ে গেছি রবীন্দ্রনাথের "চিহ্নবিভ্রাট" পড়ে। প্রশ্নবোধক/ আশ্চর্যবোধক এরকম অনেক চিহ্নের বিরোধী হয়ে তিনি লিখেছিলেন "প্রাচীন পুঁথিতে দাঁড়ি ছাড়া আর-কোনো উপসর্গ ছিল না। ভাষা নিজেরই বাক্যগত ভঙ্গি দ্বারাই নিজের সমস্ত প্রয়োজন সিদ্ধি করত। এখন তার এত বেশি নোকর চাকর কেন। সব চেয়ে আমার খারাপ লাগে বিস্ময়ের চিহ্ন। কেননা বিস্ময় হচ্ছে একটা হৃদয়ভাব-লেখকের ভাষায় যদি সেটা স্বতই প্রকাশিত না হয়ে থাকে তা হলে একটা চিহ্ন ভাড়া করে এনে দৈন্য ঢাকবে না।" কবিতার জটিলতা যেন আরো ভারী হয়ে পড়ছে। সে যাক, আপনার এই যে মন অথবা মানসিকতা নিয়ে ভাবনা ভালো লাগলো। একদম পরিচিত সব শব্দ কিন্তু শব্দ দিয়ে ভাবনার বা বাক্যের গাথুনি দুর্দান্ত হল এই কবিতায়। নিরন্তর শুভ কামনা
ক্যায়স তেজ কমে এলে পর শরীরের শেষ হয় জীবনযাপন, কিন্তু পৃথিবীর বয়সী মন? অলক্ষ্য যন্ত্রনায় ডুকরে ওঠে, অনন্ত আয়ু নিয়ে প্রতিদিন করে চলে মৃত্যুবরণ! অনেক সুন্দর একটি কবিতা ... ভালো থাকবেন...
অফুরন্ত শুভেচ্ছা আপনার জন্য... শাহরুখ কবীর বাধন ভাই...
Abdul Mannan কবিতাট পড়ে মুগ্ধ হলাম । শব্দচয়ন সুন্দর ও সুশোভন । আমার পাতায় আমন্ত্রণ রইল .....
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মাসুম বাদল চমৎকার জীবন-বোধ। খুব খুব ভাললাগা জানালাম আপনার কবিতায়!!!
এফ, আই , জুয়েল # গভীর ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।

০৫ মে - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪