আমার চোখের তারায় আলো
তোর প্রেম বুঝি ডাক পাঠালো
আমি জগত সংসার ভুলে
ভর্তি হয়ে যাবোরে তোর
প্রেমের ইশকুলে।
আমার অসর্তক এক ভুল
তোর অধরা আঙুল
একটু ছোঁয়ার জন্য মন
হয়েছিলো ব্যাকুল।
তোর যুগল ঠোঁটের বাড়ি
আমার একটু বাড়াবাড়ি
তার জন্য নিবি কি তুই
এক জনমের আড়ি!
তোর মিথ্যা প্রেমের হাট
আমার ভুল হলো বিরাট
ৰকেন ভুল দুপুরে ভুল দরজার
পেরুলাম চৌকাঠ!
আমার চোখে অন্য আলো
তবে কি বন্ধু রাত পোহালো
আমি জগত সংসার ভুলে
অসঙ্কোচে দিলাম শেষে
ভোরের দরজা খুলে//
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন