আমার সামনে খাবার সরুপ রাখা আছে একটা সিগারেট
কিবোর্ডে চলছে হাত
আমি ঘন ঘন চেপে চেপে এক একটা লাইন সাজাচ্ছি
যেহেতু আমি কিছু একটা করছি
খুব মনোযোগ যুক্ত করে
এখন এতেই পেট ভরে যাবে।
তারপর না হয় একটা মশা চুষে নিক কিছুটা রক্ত
আমি যেভাবে চুষে নিয়েছি ধোঁয়ার মতো খাবার
মাথায় কিছু একটা এসে যাক
যখন কেউ আসছে না তখন এভাবেই কিছু এসে পড়ুক
ওদের পেটেও তো ক্ষুধা আছে...
একটা কার্ড ঘষে অনলাইনে কিছুক্ষণ ঘুরে আসা যায়
যেহেতু এখন কাজ হচ্ছে
হওয়াটায় জরুরী, এতেই পেট ভরে যাবার কথা।
আমার সামনে খাবার রাখা আছে একটা সিগারেট
খাবার সরুপ আমি এখন সেটা খাচ্ছি
আমার এতেই ভরে যায়
হয়তো কারো কারো খাবার রুটিন আলাদা
বাঁচার রুটিন আলাদা আলাদা...।
১৬-০৫-১৩
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।