একদিন এক পশলা বৃষ্টি
ভিজিয়ে দিয়েছিল আমার চোখের ত্রিকোণ -
হৃদয়ের মখমল সবুজ গালিচায়
উপচে পরেছিল সুখের শ্রাবণ ঢল -
মরু সাহারার রুক্ষ প্রান্তর জুড়ে
বেজেছিল নূপুরের সিম্ফনি -
ধূসর আকাশের দিগন্তে মেঘ প্রবঞ্চনার
অলীক লুকোচুরিতে …
সিক্ত হয়েছিলো সবুজ বাতাস
আর রিক্ত হয়েছিলো ছিল
আমার সকল আন্দোলিত বেদনা -
সৃষ্টির নিবিড় ঋতুবন্ত ক্ষণে
হেসেছিল
তন্দ্রা-বতী স্বপ্নেরা
হেসেছিল … কদম ফুলের মন মুগ্ধ সুরভীর
কোমল কামনার অভিলাষে -
তাই আজ !
আমার পৃথিবী আষাঢ়ের স্নিগ্ধতায়
মাখামাখি প্রতিক্ষণ
সকালের শুভ্র কুয়াশায় … ডুব দেয়া
কেয়ার সজীব আদর-
বেঁধে ছিল তোমার নিঃসীম ভালোবাসার
অপার বাসনায় –
সেই শ্রাবণ ঢলে …স্বপ্ন-রেণুর মাহেন্দ্র উল্লাসে
নতুন করে বেঁচে উঠেছিল
আমার এই তৃষ্ণার্ত আত্মজ !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।