আমি বিষণ্ন
আমি নিজেও জানি না
কেন এমন হয়।
ভুলে গেছ না?
এখন মনে পড়ে কি
সেই সব দিনগুলো?
হারিয়ে গেছে-
পুরানো দিনের স্মৃতি!
আর খুঁজে পাই না।
সময় চলে যায়;
আমি পথ চেয়ে থাকি-
এই তুমি এলে!
আবার দেখা হোক।
তুমি কি সেটা চাও না?
যা তোমার ইচ্ছে!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।