কাকের সাধ

Dr. Zayed Bin Zakir (Shawon)
০৬ মার্চ,২০১২

 

কাকের হয়েছিল সাধ
ময়ূর হইবার-
কেমনে হইবে পূরণ,
ইচ্ছাটা দূর্বার!
ময়ূর কে কহিল,
‘কেমন আছ ভাই?
এই জগতে আমি
বাঁচিতে নাহি চাই!’
‘কি হয়েছে ভাই কাক
বল তুমি আমায়-
মন কেন ভার তোমার
কে বকেছে তোমায়?’
না ভাই! কাক বলে,
সাধ জেগেছে মনে!
তুমি কত সুন্দর ভাই
আমাদের এই বনে!
আমায় দেখই না,
বাঁজখাই একটা গলা-
তার উপর কালো রঙ,
পূর্ণ ষোলকলা!
তোমার পাখাটা ভাই,
দাও না একটিবার,
পরে দেখি কেমন লাগে,
কিছু চাইনা আর।
ময়ূর বলে, নাও ভাই!
দিলাম তোমায় ধার।
তবুও তুমি খুশি থাকো,
মুখ কোরনা ভার।
পাখা পরে কাক বলে,
কি সুন্দর আমি,
দেখই না কেমন হলাম,
তোমার মত আমি!
ময়ূর বলে, পাখার রঙ্গে,
যতই কর বাহাদূরি-
কন্ঠ তোমার তেমনি আছে,
আগের সেই বুলি।
ময়ূরের পাখা গায়ে দিয়ে ভাই,
কাক কি ময়ূর হয়?
বাঙ্গাল হয়ে ইংরেজী বুলি
ঠিক ওমনটাই শোনায়।

 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোন্দকার শাহিদুল হক খুব ভাল চেতনা। তবে মাত্রা ঠিক পেলাম না। আরো একটু যত্ন নিলে ভাল হতো বলে মনে কবি। আশার করি আগামীতে আরো সুন্দর সুন্দর ছড়া আপনার কাছ থেকেই পাব। শুভ কামনা সতত।
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক আগের লেখা ভাই! মাত্রার দিকে এত খেয়াল করি নাই! ধন্যবাদ আপনাকে
মামুন ম. আজিজ ছড়াকিহনী বেশ শিশুতোষ হয়েছে। এনিমেশন টা জব্বর।
সাইফুল করীম বাহ বেশ ভাল লিখেছেন ত......
Dr. Zayed Bin Zakir (Shawon) ধন্যবাদ! animation গুলা কেমন হয়েছে?
সাইফুল করীম লাজবাব- শিক কাবাব......হা হা হা

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

নভেম্বর ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i