কাকের হয়েছিল সাধ
ময়ূর হইবার-
কেমনে হইবে পূরণ,
ইচ্ছাটা দূর্বার!
ময়ূর কে কহিল,
‘কেমন আছ ভাই?
এই জগতে আমি
বাঁচিতে নাহি চাই!’
‘কি হয়েছে ভাই কাক
বল তুমি আমায়-
মন কেন ভার তোমার
কে বকেছে তোমায়?’
না ভাই! কাক বলে,
সাধ জেগেছে মনে!
তুমি কত সুন্দর ভাই
আমাদের এই বনে!
আমায় দেখই না,
বাঁজখাই একটা গলা-
তার উপর কালো রঙ,
পূর্ণ ষোলকলা!
তোমার পাখাটা ভাই,
দাও না একটিবার,
পরে দেখি কেমন লাগে,
কিছু চাইনা আর।
ময়ূর বলে, নাও ভাই!
দিলাম তোমায় ধার।
তবুও তুমি খুশি থাকো,
মুখ কোরনা ভার।
পাখা পরে কাক বলে,
কি সুন্দর আমি,
দেখই না কেমন হলাম,
তোমার মত আমি!
ময়ূর বলে, পাখার রঙ্গে,
যতই কর বাহাদূরি-
কন্ঠ তোমার তেমনি আছে,
আগের সেই বুলি।
ময়ূরের পাখা গায়ে দিয়ে ভাই,
কাক কি ময়ূর হয়?
বাঙ্গাল হয়ে ইংরেজী বুলি
ঠিক ওমনটাই শোনায়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।