জীবনের অনেকগুলো বছর পার হওয়ার পরেও বসন্ত আসেনি। যদিও শুনেছি সবার জীবনেই একবার আসে কিন্তু আমি খুশিই ছিলাম। এই ভয়ংকর ব্যাপারটা জীবনে না এলেই ভালো। একসময় মনে হলো সময় পার হয়ে গেছে। আর তার আসার কোনো সম্ভাবনা নেই।
ঠিক সেইসময় একটা ঘূর্ণিঝড়ের মত সে এলো। ???? শুরুতে বুঝতে পারিনি। একটা ট্রেইনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ঢাকা যাচ্ছিলাম। নদীর ফ্রেশ বাতাসে মনটা ফুরফুরে। কেবিনের সামনের চেয়ারে বসে সময়টা উপভোগ করছি। রাত গভীর হচ্ছে। হাল্কা শীতেও নদীর বাতাস ক্রমশ আরো শীতল করে দিচ্ছে পরিবেশ। ধীরে ধীরে নির্জন হয়ে যাচ্ছে আশপাশ। মাত্র এক-দুজন...
ঠিক তক্ষুনি মনে হলো, কিছু একটা ঘটে গেছে। তবু ঠিক বুঝে উঠতে পারছিনা, সত্যি ঘটেছে কিনা! একটা অস্বস্তির কাটা ঠিক খচখচ করছে। সকালে উঠে ট্রেনিং সেন্টারে। যেখানে আমার অবস্থান প্রায় কিংবদন্তির মতো। কিন্তু মনে হচ্ছে মনোযোগ দিতে পারছিনা। মাথার মধ্যে ঝিমঝিম করছে। খুব আনমনা ভাব পরিচিত টিচারদের নজর এড়াতে পারলো না। একজন বলেই বসলেন– পান্না, ইজ সামথিং রং? ইউ আর নট ইন ইওরসেল্ফ।
কিছু বললাম না। নিজেই বুঝতে পারছিনা। বিকেলে হোটেলে চলে গেলাম। ওখানেই ট্রেইনিদের থাকার ব্যবস্থা। সবার সাথে অনেকদিন পরে দেখা। আড্ডার পরিবেশ তুঙ্গে। কিন্তু সেই অস্বস্তি। পরদিন সকালে ঘুম ভেঙেই বুঝলাম আসল কাহিনী। বসন্ত এসে গেছে।
হ্যাঁ, সারা মুখে গুটি গুটি। শরীর ভরে গেছে জলবসন্তে। ???? ????????????????????
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।